কলকাতার পুজোর থিমে সোনু সুদ, আপ্লুত অভিনেতা

0
86

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

হাইকোর্টের রায় অনুযায়ী, এবারের পুজো হবে দর্শকশূণ্য। করোনা সংক্রমণ ঠেকাতেই আদালতের এই নির্দেশ। কিন্তু কলকাতার পুজোয় প্রত্যেকবছরের মতো এবছরেও রয়েছে অভিনব থিমের সম্ভার। পরিযায়ী শ্রমিক থেকে করোনা পরিস্থিতি সবকিছুই উঠে এসেছে পুজোর থিমে।

Sonu Sood | newsfront.co
ছবিঃ এএনআই

এবার কলকাতার এক দুর্গাপুজোর থিমে দেখা গেল পরিযায়ী শ্রমিক ও তাদের ‘ঈশ্বরের দূত’ সোনু সুদ-কে। এ কথা জানতে পেরেই উচ্ছ্বসিত অভিনেতার আবদার “কলকাতা এলে রসগোল্লা আর মিষ্টি দই খাব।” ক্লাবের সদস্যদের আর অনুরাগীদের এত ভালবাসা আর সম্মান দেওয়ার জন্য ধন্যবাদও জানিয়েছেন তিনি।

করোনা আবহের প্রথমদিকে দেশজুড়ে চলছিল লকডাউন। আর এই গোটা লকডাউনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শোনা গিয়েছে শুধু একটাই নাম, সোনু সুদ। এমন কঠিন সময়ে তিনিই হয়ে উঠেছিলেন দুঃস্থ-দরিদ্রদের ‘দেবতা’।

লকডাউনে পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরানোর পাশাপাশি বহু দুঃস্থ পরিবারের পাশেও দাঁড়িয়েছেন বলিউড অভিনেতা সোনু সুদ। কোথাও অনাথ শিশুদের দায়িত্ব নিয়েছেন, আবার কোথাও বা হতদরিদ্র পরিবারের সন্তানদের পড়াশোনার খরচ মিটিয়েছেন।

আরও পড়ুনঃ করোনা পরিস্থিতিতেই বিদেশি নাগরিকদের ভারতে আসার অনুমতি স্বরাষ্ট্র মন্ত্রকের

দুঃস্থ পরিবারের সন্তানদের জন্য স্কলারশিপের ব্যবস্থা করে স্বপ্ন দেখার সাহস জুগিয়েছেন। তাঁর এমন মানবসেবা ইতিমধ্যেই আন্তর্জাতিক স্তরে প্রশংসনীয় হয়েছে। সেই অভিনেতাই এবার কেষ্টপুর প্রফুল্ল কানন (পশ্চিম) অধিবাসীবৃন্দ ক্লাবের দুর্গাপুজোর থিম।

আরও পড়ুনঃ  অনটনের অন্ধকারেও মাতৃ আরাধনা, শুধু প্রার্থনা বাগান যাতে খোলে

এবছর তাদের পুজোর থিমে ফুটে উঠেছে পরিযায়ী শ্রমিকদের দুঃখ-দুর্দশা। আর সেখানেই তাদের ‘মসিহা’ হিসেবে দিব্যি দন্ডায়মান সোনু সুদের কয়েক ফুটের মূর্তি। পরনে নীল শার্ট, চোখে সানগ্লাস, করজোড়ে থাকা এক পরিযায়ী শ্রমিককে পথ দেখিয়ে দিচ্ছেন, কলকাতার এই পুজোয় ঠিক এভাবেই দেখা গেল বলিউড অভিনেতা সোনু সুদকে।

ওদিকে, এমন খবর নজরে পড়তেই আপ্লুত সোনু। সোশ্যাল মিডিয়ায় এক অনুরাগীর পোস্ট শেয়ার করে খোজ নিজে জানালেন যে, “এ আমার সবচেয়ে বড় পাওনা।” শুধু তাই নয়, পুজোর থিমশিল্পী কুট্টিকে ধন্যবাদ জানিয়েছেন সোনু সুদ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here