খড়্গপুর আইআইটিতে চিকিৎসা বিজ্ঞান গবেষণা কেন্দ্র চালুর ঘোষণা

0
70

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

খড়্গপুর আইআইটিতে খুব শীঘ্র চালু হবে ৪০০ বেডের হাসপাতাল জানালেন আইআইটির ডিরেক্টর শ্রীমানকুমার ভট্টাচার্য।

Kharagpur IIT announces to launch medical science research center | newsfront.co
শ্রীমানকুমার ভট্টাচার্য,ডিরেক্টর খড়্গপুর আইআইটি।নিজস্ব চিত্র

এদিন আইআইটির ৬৯ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কৃতি মানুষজনদের সংবর্ধনা দেয় খড়গপুর আইআইটি। তারপর সাংবাদিক সম্মেলন করে আইআইটির ডিরেক্টর শ্রীমানকুমার ভট্টাচার্য বলেন,’ খড়গপুর আইআইটির স্বপ্নের প্রকল্প ডক্টর বিধানচন্দ্র রায় ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স এন্ড রিসার্চ আগামী এক দেড় মাসের মধ্যে চালু হতে চলেছে। এতে ৪০০ বেডের হাসপাতাল চালু হচ্ছে।’ এর ফলে এলাকার মানুষের কাছে স্বাস্থ্য পরিষেবায় এক নতুন দিগন্ত খুলতে চলেছে।

Kharagpur IIT announces to launch medical science research center | newsfront.co
নিজস্ব চিত্র

উল্লেখ্য আইআইটির মূল ক্যাম্পাস থেকে কিছুটা দূরে বলরামপুর গা ঘেঁষে প্রায় ১৮ একর জায়গা জুড়ে ৮তলা বিশিষ্ট হাসপাতাল নির্মাণ কাজ শেষ। ক্যাম্পাস ও হাসপাতালের মধ্যবর্তী একটি ক্যানেলের ওপর সেতু তৈরির প্রস্তুতি চলছে।প্রাথমিক ভাবে ৫০ জন এমবিবিএস চিকিৎসক থাকবেন।

আরও পড়ুনঃ ট্রাফিক নিয়ম ভঙ্গকারীকেই আইন শেখানোর দায়িত্ব বর্ধমানে

Kharagpur IIT announces to launch medical science research center | newsfront.co
নিজস্ব চিত্র

এই হাসপাতাল নির্মানের প্রধান উদ্দেশ্য হল চিকিৎসা ও শল্য চিকিৎসার প্রয়োজনীয় নতুন নতুন যন্ত্রপাতি উদ্ভাবন ও প্রযুক্তি এবং কারিগরি উন্নয়ন ঘটানো। পাশাপাশি কিছু ওষুধ নিয়ে গবেষনার পরিকল্পনা রয়েছে। আগামী দিনে ৯০০শয্যা অবধি এই হাসপাতাল সম্প্রসারিত হতে পারে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here