নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
করোনা পরিস্থিতিতে বাইরে বেরলে আপনি কী সামাজিক দূরত্ব মানছেন না? এটা যদি সত্যি হয় অর্থাৎ আপনি যদি সামাজিক দূরত্ব না মানেন তাহলে কিন্তু বেজে উঠবে একটা যন্ত্র। খড়গপুর আইআইটি আবিষ্কার করলো এমনই একটি নতুন যন্ত্র। বিধি অনুসারে দূরত্ব না মানা হলেই সেন্সর যুক্ত বিশেষ ক্যামেরা তা জানিয়ে দেবে অডিও ভয়েসের মাধ্যমে। করোনার সঙ্গে লড়াইয়ে আমাদের অন্যতম হাতিয়ার হল সামাজিক দূরত্ববিধি। কিন্তু, পঞ্চম দফার লকডাউনে আনলক ওয়ান শুরু হতেই সামাজিক দূরত্ব বজায় রাখার কথা ভুলেছেন প্রায় সকলেই। এবার তাই সাইবার ফিজিক্যাল সিস্টেমের মাধ্যমেই চলবে নজরদারি।
খড়গপুর আইআইটির ‘দ্য সেন্টার অফ এক্সেলেন্স ফর রোবটিক রিসার্চ’ এর অন্তর্গত অটোনমাস গ্রাউন্ড ভেহিক্যাল গ্রুপ বা এজিভি-র সৌজন্যে মাইনিং ইঞ্জিয়ারিং বিভাগের অধ্যাপক দেবাশিস চক্রবর্তী ও আধ্যাপক আদিত্য বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একটি দল স্বল্প মূল্যের সাইবার ফিজিক্যাল সিস্টেম তৈরি করেছেন। লকডাউনের শুরু থেকেই বিশেষজ্ঞ দলটি এই বিষয়ের উপর কাজ শুরু করে।
আরও পড়ুনঃ দক্ষতা অনুযায়ী কাজ দিতে পরিযায়ী শ্রমিকদের ‘স্কিল ম্যাপিং’ শুরু রাজ্যের
শনিবার এক বিবৃতির মাধ্যমে প্রতিষ্ঠানের তরফে এই ঘোষণা করা হয়। এই করোনা পরিস্থিতিতে আর্টিফিসিয়াল ইনটেলিজেন্সকে কাজে লাগিয়েই নজর রাখা যাবে সামাজিক দূরত্বের উপর। এক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রক নির্ধারিত বিধিকেই মানদণ্ড বলে বিবেচনা করা হয়েছে। জানা গিয়েছে, যন্ত্রটি দেখতে অনেকটা সিসিটিভি ক্যামেরার মতো। তাতে ক্যামেরার প্রসেসর রয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584