নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
করোনা পরিস্থিতির জন্য দেশের বৃহত্তম কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান খড়গপুর আইআইটি ১২দিন বন্ধ ছিল। ১২দিন বন্ধ থাকার পর ২১সেপ্টেম্বর সোমবার চালু হবে খড়গপুর আইআইটি।
খড়্গপুর আইআইটির রেজিস্টার ভৃগুনাথ সিংহ বলেন, “সমস্ত দিক বিবেচনা করে সোমবার থেকে খড়্গপুর আইআইটিতে প্রশাসনের সমস্ত নির্দেশ মেনে চালু করা হবে কাজকর্ম। প্রত্যেককে সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে হবে ও মাস্ক ব্যবহার করতে হবে।
সেইসঙ্গে কর্তৃপক্ষ যে নির্দেশ দেবে সেই নির্দেশ মেনে চলতে হবে। সমস্ত পরীক্ষা করার পর কর্মীদের প্রবেশ করতে দেওয়া হবে। তাই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।”
আরও পড়ুনঃ এবার করোনা আক্রান্ত কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান মুরলীধর শর্মা
সেই সঙ্গে তিনি বলেন, যাতে সমস্ত নিয়ম মেনে কাজ কর্ম চালু করা যায় তার জন্য যা কিছু ব্যবস্থা নেওয়া দরকার তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584