নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
উত্তর ২৪ পরগণার খড়দহ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কাজল সিনহার মৃত্যু হল করোনা আক্রান্ত হয়ে। বেলেঘাটা আইডি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন কাজল, সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। খড়দহ কেন্দ্রে ভোটগ্রহণের আগের দিন হাসপাতালে ভর্তি করা হয় কাজল বাবুকে।

বেশ কয়েকদিন ধরে শারীরিক অসুস্থতা লক্ষ্য করে করোনা পরীক্ষা করেন তিনি, গত বুধবার পরীক্ষার ফল পজিটিভ আসে। সেদিনই বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। গত বৃহস্পতিবার ওই কেন্দ্রের ভোট ছিল, ভোটের দিন হাসপাতালেই ছিলেন প্রার্থী। তবে শারীরিক অবস্থা ক্রমশই খারাপ হচ্ছিল তাঁর। আজ থেমে গেল সব লড়াই।
আরও পড়ুনঃ বেসরকারি হাসপাতালে ৬০% বেড রাখতেই হবে করোনা রোগীদের জন্য, নির্দেশ স্বাস্থ্য দপ্তরের
কাজল সিনহার মৃত্যুতে সমবেদনা জানিয়ে টুইট করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটে তিনি লেখেন” খুব, খুব দুঃখজনক ঘটনা। স্তম্ভিত। করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল আমাদের খড়দহের প্রার্থী কাজল সিনহার। মানুষের সেবায় তিনি নিজের জীবন নিয়োজিত করেছিলেন। আমরা ওনার অভাব বোধ করবো সবসময়। ওনার পরিবারের প্রতি আমার সমবেদনা রইলো।”
এর আগে করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন রাজ্যের আরো দুই প্রার্থী। সামশের গঞ্জের সংযুক্ত মোর্চার কংগ্রেস প্রার্থী রেজাউল হকের মৃত্যু হয়। পরের দিনই মারা যান জঙ্গিপুর বিধানসভা কেন্দ্রের আরএসপি প্রার্থী প্রদীপ নন্দী।সামসেরগঞ্জ ও জঙ্গিপুরের ভোট গ্রহণের আগেই প্রার্থীর মৃত্যু হওয়ায় দুটি কেন্দ্রে স্থগিত হয়ে যায় নির্বাচন, আগামী ১৬ মে ভোটগ্রহণ হবে ওই দুটি কেন্দ্রে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584