নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
প্রতিনিয়ত বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। মারণ এই ভাইরাসের কোলে ঢলে পড়ছে হাজার হাজার মানুষ। এবার খড়গপুর আইআইটি ক্যাম্পাসেও থাবা প্রাণঘাতী এই করোনা ভাইরাসের। তাই পরিস্থিতির ওপর বিচার করে আইআইটি কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে, ১৪মে থেকে ২৩মে পর্যন্ত বন্ধ থাকবে ক্যাম্পাস।

নির্দেশিকায় বলা হয়েছে, জরুরী পরিষেবা ছাড়া সম্পূর্ন বন্ধ থাকবে আইআইটি ক্যাম্পাস। ক্যাম্পাস বন্ধ থাকলেও অনলাইন মাধ্যমে চলবে ক্লাস। অধ্যাপক, অধ্যাপিকা ও সমস্ত শিক্ষাকর্মীদের ওয়ার্ক ফ্রম হোম করতে নির্দেশ দেওয়া হয়েছে। ক্যাম্পাসে থাকা ছাত্রছাত্রীদের বাড়ি চলে যাওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ আবারও বড়সড় রদবদল রাজ্য পুলিশে
শুধুমাত্র জরুরী পরিষেবার সাথে যুক্ত কর্মীরা ক্যাম্পাসে থাকবেন। তবে এই সময়ে কেউই ক্যাম্পাসে ঢুকতে বা বেরোতে পারবেন না। নির্ধারিত সময়কালে বন্ধ থাকবে জিম, সুইমিং পুল, সেলুন, রেস্তোরাঁ। ক্যাম্পাসের মধ্যে থাকা দোকান খোলা থাকবে সকাল ৭-১০টা এবং বিকেল ৫-৭টা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584