নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
লীনা গঙ্গোপাধ্যায়ের কলমে বাংলা টেলিভিশনের পর্দায় আসছে আরও এক একান্নবর্তী পরিবারের গল্প ‘খড়কুটো’। প্রোমো ইতিমধ্যেই দেখে ফেলেছেন দর্শক। নিউজ ফ্রন্ট-এও এসেছে এই ধারাবাহিক আসার ব্রেকিং নিউজ।
এই ধারাবাহিকের হাত ধরেই প্রথম বাংলা ধারাবাহিকে কাজ করতে চলেছেন সোহিনী সেনগুপ্ত। এর আগে স্টার জলসা চ্যানেলে ‘ঠাকুমার ঝুলি’ সিরিজে হোস্ট করেছেন সোহিনী। কিন্তু কোনও ফিকশনে দেখা যায়নি তাঁকে। এই প্রথম নিয়ম মেনে রোজ ফ্লোরে যাবেন তিনি।

এই ধারাবাহিকে তাঁকে সবাই ডাকবে কুটু পিসি বলে। সে মুখার্জি বাড়ির মেয়ে। চ্যানেল আয়োজিত ভার্চুয়াল প্রেস কনফারেন্সে সোহিনী জানান, “আমার বাংলা ধারাবাহিকে কাজ করতে আসার মূল কারণ লীনা দি। কী ভাল সংলাপ লেখেন! ‘সাঁঝবাতি’ ছবিতে ওঁর সঙ্গে কাজ করে আমি লীনা দির প্রতি মুগ্ধ।
‘শ্রীময়ী’ ধারাবাহিকে কী সুন্দর ডায়লগ লেখেন দিদি। শ্রীময়ীর পাশাপাশি অন্যদের সংলাপগুলিও বলিষ্ঠ। আমি সিরিয়ালটা দেখি। সপ্তর্ষিকেও (সোহিনীর স্বামী) কত সুন্দর এবং বলিষ্ঠ সব সংলাপ বলতে শুনি শ্রীময়ীতে। আমারও লোভ হল সেরকম সংলাপ বলার। সাধপূরণ হবে এবার।”
‘খড়কুটো’ গল্পের কেন্দ্রে রয়েছে মুখার্জি বাড়ির হাসি, কান্না আর ভালোবাসার ত্রিকোণ প্রেম। এখানে কেউ কৃপণ, কেউ বদমেজাজি, কেউ বা তানপুরা হাতে ভুল গান গায়, কেউ বা অতিমাত্রায় শিশুসুলভ। এরা সকলে সকলকে দারুণ ভালোবাসে। এরা ঝগড়া করে আবার একে অন্যকে আঁকড়ে ধরে থাকে।
আরও পড়ুনঃ স্মৃতি রোমন্থন করবে ‘লাইফ আফটার ডেথ’
মোদ্দাকথা, একান্নবর্তী পরিবার বলতে আমরা ঠিক যা বুঝি তা তুলে ধরা হবে এই ধারাবাহিকে। আজ আর তেমন একান্নবর্তী পরিবার কই? একান্নবর্তী পরিবারের চরিত্র জানতে হলে মেগা সিরিয়ালই সম্বল। ব্যতিক্রম নেই তা নয়। খুঁজলে পাওয়াও যাবে তেমন একান্নবর্তী পরিবার। তবে তা সংখ্যায় বেশ কম।

লীনা গঙ্গোপাধ্যায় বরাবরই চেনা চরিত্রদের তুলে আনেন নিজের লেখনীতে। এবারও ঘটতে চলেছে তেমনটাই। লীনা গঙ্গোপাধ্যায়ের কথায়- “আমরা অসহায় হয়ে খড়কুটো খুঁজি আশ্রয়ের জন্য। খড়কুটো অবলম্বন করেই পাখি বাসা বানায়। এই গল্পেও তেমন কোনও আঁচ পাবেন দর্শক।” ধারাবাহিকের কাহিনি, চিত্রনাট্য, সংলাপ সবই লীনা গঙ্গোপাধ্যায়ের লেখা।

মুখার্জি বাড়িতে টাকার থেকে শিক্ষার দাম অনেক বেশি। সেখানে এসে পড়ে বাপের সাংঘাতিক আদরের বদমেজাজি কন্যে গুনগুন। কী হয় এরপর সেটাই দেখার। ধারাবাহিকে কেন্দ্রীয় পুরুষ চরিত্র হল সৌজন্য মুখার্জি। সে শিক্ষিত, সমাজ সচেতক। বিদেশে চাকরি পেয়েও যায় না। চরিত্রে রয়েছেন অভিনেতা কৌশিক রায়। গুনগুনের চরিত্রে তৃণা সাহা। সুতরাং বাংলা টেলিভিশন পেতে চলেছে এক নতুন জুটিকে, নাম তৃণা-কৌশিক।
ধারাবাহিকটিতে কমেডি আছে ঠাসা৷ আছে রাগ, ঝগড়া, ভালোবাসা। কমেডিতে হাত লাগাবেন চন্দন সেন, দুলাল লাহিড়ী, অম্বরীশ ভট্টাচার্য, রত্না ঘোষাল, সোহিনী সেনগুপ্ত, অনুশ্রী দাস সহ আরও অনেকে। গুনগুনের পরিবারে আছে পিসি এবং তার বাবা। গুনগুনের মা কর্মসূত্রে দেশের বাইরে থাকেন। গুনগুনের বাবার চরিত্রে রয়েছেন অভিষেক চট্টোপাধ্যায় এবং পিসির চরিত্রে শুচিস্মিতা।
আরও পড়ুনঃ এক্সক্লুসিভ ইন্টারভিউঃ মণি হোক বা তারাসুন্দরী, অনন্যা তিনি
এই ধারাবাহিকে করোনা নিয়ে তেমন কিছু কথা আলাদা করে থাকবে না। সচেতনতার কথা থাকবে কিন্তু তা অন্যভাবে। করোনা প্যানিক থেকে এবার মানুষের বেরিয়ে আসা দরকার বলে মনে করেন ‘ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্স’-এর সর্বময় কর্তা শৈবাল বন্দ্যোপাধ্যায়। তাই অন্য কায়দায় সচেতনতার কথা বলা হবে বলে জানান তিনি। শুটিং চলছে কুদঘাটের মুভিটোন স্টুডিওতে।
কমেডি লেখা খুব একটা সহজ বিষয় নয়। তবে, সেটা লীনা খুব সুন্দরভাবে স্থাপন করতে পারবেন বলে আশাবাদী দুলাল লাহিড়ী এবং চন্দন সেন। প্রসঙ্গত, এই ধারাবাহিকের স্টার কাস্ট তাক লাগিয়ে দেয়। প্রত্যেকে বলিষ্ঠ এবং বহুল পরিচিত অভিনেতা। ফলে, দর্শকের জন্য ভাল কিছু অপেক্ষা করছে তা বলাই বাহুল্য। খুব শীঘ্রই স্টার জলসায় আসছে এই ধারাবাহিক।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584