নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
বৃহস্পতিবার খাট্টু শ্যাম মহোত্সব উপলক্ষ্যে আলিপুরদুয়ারের মাদারিহাট বীরপাড়া ব্লকের বীরপাড়াতে করোনা বিধি মেনে একটি শোভাযাত্রা বের করল বীরপাড়া খাট্টু শ্যাম সেবা কমিটি। এদিন শোভাযাত্রার মধ্য দিয়ে খাট্টু শ্যাম মহোত্সবের সূচনা করা হয়।
ধর্মীয় শোভাযাত্রাটি বীরপাড়া শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে শেষ হয়। শোভাযাত্রায় মূলত মাড়োয়ারি সম্প্রদায়ের শ্যাম ভক্তরা অংশ নেন। তবে মহিলারাও শোভাযাত্রায় অংশনেন। এছাড়া সন্ধ্যায় বীরপাড়া ধর্মশালায় ভজন কীর্তন সহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে খাট্টু শ্যাম উৎসব পালন করা হবে বলে কমিটির পক্ষ থেকে জানানো হয়।
আরও পড়ুনঃ আলিপুরদুয়ারে মুখ্যমন্ত্রীর সফর ঘিরে তুঙ্গে প্রস্তুতি
এদিন কমিটির পক্ষ থেকে সুশিল আগরয়াল জানান, “প্রতি বছরের মতো এবছরও খাট্টু শ্যাম উৎসব পালন করা হচ্ছে। তবে করোনা বিধি মেনে অনুষ্ঠানটি ছোট করা হয়েছে। সবাই সুখে শান্তিতে থাক এটাই আমাদের প্রার্থনা।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584