‘খেলা হবে ‘ টি- শার্টের চাহিদা উর্ধ্বমুখী ঝাড়গ্রামে

0
238

নিজস্ব সংবাদদাতা,ঝাড়গ্রামঃ

এবারের নির্বাচন হাইভোল্টেজ নির্বাচন বলেই  দাবি করছে রাজনৈতিক মহল । নির্বাচনের প্রচারে শাসক থেকে বিরোধী সকলের মুখেই একটাই সুর ” খেলা হবে ” । মিটিং , মিছিল থেকে শুরু করে দেওয়াল লিখন সব জায়গায় খেলা হবে । রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে প্রধানমন্ত্রীর মুখেও খেলা হবে স্লোগান শোনা গিয়েছে ।

khela hobe t shirt | newsfront.co
‘খেলা হবে’ টি- শার্ট ৷ নিজস্ব চিত্র

“খেলা হবে ” এই স্লোগান আরও একধাপ এগিয়ে গেলো । শুক্রবার ঝড়গ্রাম শহরের কোর্ট রোড চত্ত্বরের দোকান গুলিতে দেদার বিক্রি হচ্ছে ” খেলা হবে ” ট্রি শার্ট । লাল ,নীল , সাদা ,হলুদ সব রঙের পাওয়া যাচ্ছে ।  যা এই ভোটের বাজারে বিক্রি হচ্ছে দেদার বলে দাবি বিক্রেতার ।

goutam dey | newsfront.co
গৌতম দে, বিক্রেতা ৷ নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ পথ শিশুদের নিয়ে নতুন আঙ্গিকে শিবরাত্রি উদযাপন

গৌতম ঘোষ নামে এক বিক্রেতা বলেন , ” এবারের ভোটে ‘খেলা হবে’ স্লোগান চলছে চারিদিকে । তাই আমরা বিভিন্ন কোম্পানির খেলা হবে গেঞ্জী নিয়ে এসেছি । বাজারে ভালই চাহিদা আছে । ভালই বিক্রি হচ্ছে । কয়েকদিনের মধ্যেই প্রায় ১৫০টির বেশি গেঞ্জী বিক্রি হয়েছে “।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here