নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
বাংলা টেলিভিশনের পর্দায় আজ থেকে ‘খেলাঘর’৷ এক অন্য ধাঁচের ভালোবাসার গল্প বলবে স্নেহাশিস চক্রবর্তী প্রযোজিত এই ধারাবাহিক।
এলাকার মস্তান, গ্যাং লিডার সান্টুর সঙ্গে পাকে চক্রে বিয়ে হয় প্রভাবশালী বাবার মেয়ে তথা অন্যের বাগদত্তা পূর্ণার। পূর্ণাকে বিয়ের মানে বোঝাতে গিয়ে তার সিঁথিতে সিঁদুর পরিয়ে দেয় সান্টু। কী করবে এর পর পূর্ণা? সান্টুর দেওয়া সিঁদুর মুছে কি সে বাবা-মায়ের পছন্দের ছেলেকেই বিয়ে করবে নাকি সান্টুর সঙ্গে ঘর বেঁধে অসম বিয়ের জয়গান গাইবে? উত্তর লেখা আছে চিত্রনাট্যে। জানার পালা আজ থেকে৷
আরও পড়ুনঃ নতুন বাংলা ছবি ‘সতী আর ফিরবে না’, শুটিং ডিসেম্বরে
সান্টুর চরিত্রে সৈয়দ আরেফিন। পূর্ণার চরিত্রে স্বীকৃতি মজুমদার। অন্যান্য চরিত্রে রয়েছেন দোলন রায়, তাপসী রায়চৌধুরী সহ আরও অনেকে৷ ৩০ নভেম্বর থেকে সন্ধে ৬ টায় প্রতিদিন স্টার জলসায় দেখুন ধারাবাহিক ‘খেলাঘর’৷
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584