নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
‘নকশিকাঁথা’ শেষ। শেষ হতে চলেছে ‘ত্রিনয়নী’ও। আভাস তেমনই। ১৪ জুলাই শেষ শুটিং ‘ত্রিনয়নী’র। ২৭ জুলাই থেকে রাত ৮ টার অর্থাৎ ‘ত্রিনয়নী’র স্লটে আসছে ধারাবাহিক ‘ক্ষীরের পুতুল’।
মুখ্য তিন চরিত্রে দেখা যাবে সুমন দে, শ্রীতমা রায়চৌধুরী এবং সুদীপ্তা রায়কে।
দুয়োরানির চরিত্র সুদীপ্তা রায়, রাজার চরিত্রে সুমন দে, সুয়োরানি শ্রীতমা। শ্রীতমা এবং সুমনকে এর আগে জুটি বাঁধতে দেখা গিয়েছে ‘বধূবরণ’ ধারাবাহিকে। সেখানে নেগেটিভ রোলে দেখা গিয়েছে শ্রীতমাকে। এ ছাড়াও ‘আমি সিরাজের বেগম’, ‘শুভদৃষ্টি’ ধারাবাহিকেও তাঁকে নেগেটিভ রোলে দেখেছেন দর্শক।
আরও পড়ুনঃ আজ থেকে ‘যমুনা ঢাকি’, একটি অন্যরকম চরিত্রে আছেন চাঁদনি সাহা
সুমন দে সদ্য শেষ করলেন ‘নকশিকাঁথা’। শেষ হওয়ার অনেক আগেই জানা গিয়েছিল অবন ঠাকুরের রচনা অবলম্বনে ‘ক্ষীরের পুতুল’-এ ফের দেখা যাবে তাঁকে। সুদীপ্তা রায় বেশ অনেকদিন পর কামব্যাক করতে চলেছেন।
শোনা যাচ্ছে থ্রিডি’র ব্যবহার থাকবে এই ধারাবাহিকে। বাকিটা জানতে হলে দেখতে হবে ‘ক্ষীরের পুতুল’ ২৭ জুলাই থেকে রাত ৮ টায়, জি বাংলায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584