শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্কঃ
কাশ্মীরে সন্ত্রাসবাদী অভিযোগে এনআইএ গ্রেপ্তার করেছে প্রখ্যাত মানবাধিকার কর্মী খুররম পারভেজকে। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে ধারাবাহিক ভাবে কেন্দ্রের বিজেপি সরকারের সমালোচনায় সোচ্চার খুররম পারভেজ। উপত্যকায় কেন্দ্রীয় সরকার যে বহু ঘটনায় একাধিকবার মানবাধিকার লঙ্ঘন করেছে সে নিয়ে খুররমের সংস্থা ‘জম্মু কাশ্মীর কোয়ালিশন অব সিভিল সার্ভিস সোসাইটি’ (জেকেসিসিএস)ও বেশ কিছু বিস্ফোরক প্রতিবেদন প্রকাশ করেছে। স্বাভাবিক ভাবেই খুররম যে সরকারের নেক নজরে থাকবেন না তা বলাই বাহুল্য।
খুররমের স্ত্রী জানান গত সোমবার এনআইএ আধিকারিকরা তাঁদের বাড়িতে তল্লাশি অভিযান চালান এবং তল্লাসি শেষে তাঁরা খুররম পারভেজকে সঙ্গে করে নিয়ে যান। সন্ধ্যে ৬টা নাগাদ গ্রেপ্তার করা হয় তাঁকে । এনআইএ আধিকারিকরা পারভেজের ব্যবহার করা ল্যাপটপ এবং দুটি মোবাইল ফোনও নিয়ে গিয়েছেন। পারভেজের বিরুদ্ধে ইউএপিএ আইনের বেশ কয়েকটি ধারায় মামলা রুজু করেছে এনআইএ।
এর আগেও খুররম পারভেজকে কয়েকবার গ্রেপ্তার করা হয়েছে। এমনকি জাতিসঙ্ঘের মানবাধিকার কাউন্সিলের বৈঠকে যাওয়ার সময়ও তাঁকে বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়, সেসময় বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের চাপের মুখে ৭৬ দিন পর তাঁকে মুক্তি দিতে বাধ্য হয়।
I’m hearing disturbing reports that Khurram Parvez was arrested today in Kashmir & is at risk of being charged by authorities in #India with terrorism-related crimes. He’s not a terrorist, he’s a Human Rights Defender @mujmash @RaftoFoundation @GargiRawat @NihaMasih pic.twitter.com/9dmZOrSwMY
— Mary Lawlor UN Special Rapporteur HRDs (@MaryLawlorhrds) November 22, 2021
আরও পড়ুনঃ প্রথমবার ভারতে পুরুষদের থেকে মহিলাদের সংখ্যা বেশি, NFHS রিপোর্ট
২০০৬ সালে ‘রিবক হিউম্যান রাইটস অ্যাওয়ার্ড’ সম্মানে ভূষিত এই মানবাধিকার কর্মীর গ্রেপ্তারিতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ দূত ম্যারি ললোর খুররম পারভেজের গ্রেপ্তারিতে টুইট করে লিখেছেন ,খুররম সন্ত্রাসী নয়। তিনি মানবাধিকার রক্ষক। খুররমের গ্রেপ্তারিতে উদ্বিগ্ন জেনেভাভিত্তিক সংস্থা ‘ওয়ার্ল্ড অর্গানাইজেশন এগেইন্সট টর্চার’। পারভেজের গ্রেপ্তারিতে সরব হয়েছে বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন।
আরও পড়ুনঃ ৬১ বছর বয়সে ঘুচলো ‘ধর্ষক’ তকমা, জেল খাটা আসামী আসলে নির্দোষ জানালো আদালত
এমন একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মানবাধিকার কর্মীকে কেন বারে বারে সরকারের রোষের মুখে পড়তে হয়? মানুষের অধিকারের কথা বললেই কেন তাঁদের দেশদ্রোহীর তকমা দেওয়া হয় বিজেপি সরকারের আমলে? সরকার বিরোধী মত মানেই কি তা দেশদ্রোহ? এ প্রশ্ন আজ দেশ ছাড়িয়ে আন্তর্জাতিক মহলেও।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584