নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
মাদারিহাট চার নম্বর স্কুলের মাঠে বৃহস্পতিবার মাদারিহাট ৪ নং কলোনির দুর্গা পূজা কমিটি খুঁটি পূজার মধ্যে দিয়ে সূচনা করল দুর্গোৎসবের।মাদারিহাট ৪ নং কলোনির দুর্গাপূজা এবার ৫৭ তম।পূজা কমিটির সদস্য রঞ্জিত সাহা জানান,” মাননীয় মুখ্যমন্ত্রীর স্বপ্নের যে প্রকল্প গুলি আছে সে গুলি আমাদের পূজা মণ্ডপের থিমে ফুটিয়ে তোলা হবে।

পাশাপাশি কেরলের যে বন্যা পরিস্থিতির নিয়েও কিছু থিম থাকবে আমাদের পূজা মন্ডপে।প্রতি বছরের মত এই বছরও আমাদের পূজা মাদারিহাটের সেরা পূজা হবে আশা রাখছি।”
পূজা কমিটির সদস্য সুনিল দাস জানান,” এবারে আমাদের পূজার বাজেট ১৫ লক্ষ টাকা।আমাদের মণ্ডপ সজ্জায় দক্ষিণ কলকাতার শিল্পীরা এসেছেন।আলোক সজ্জায় করছেন চন্দনগরের আলো শিল্পীরা।পাশাপাশি পূজাকে কেন্দ্র করে সংস্কৃতি অনুষ্ঠানেরও আয়োজন করা হবে ।” এদিনের খুঁটি পূজাকে কেন্দ্র করে উক্ত এলাকায় সাধারণ জমায়েত হয়ে ছিল পূজার প্রাঙ্গন জুড়ে।
আরও পড়ুনঃ প্রাথমিক পড়ুয়াদের কিশলয় কাপ ফুটবল প্রতিযোগিতা
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584