নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
গুটি গুটি পায়ে ২৫০ পর্ব পার করল ধারাবাহিক ‘কী করে বলব তোমায়’। কাটা হল কেক। আনন্দে মেতে উঠল ইউনিটের সকলে।
অনেক ঝড়ঝাপ্টা পেরিয়ে কর্ণিকা থুড়ি কর্ণ ও রাধিকা অবশেষে সারল ফুলশয্যা। ওদিকে হাজির কর্ণর প্রাক্তন প্রেমিকা জাহ্নবী। এবার কি আবার কর্ণর পুরনো আবেগ ফিরে আসবে নাকি রাধিকাই ঘিরে থাকবে তাকে? এই দিকটা বেশ চমকের এই মুহূর্তে। কেননা কর্ণ-রাধিকার সংসার ঠিক হই হই করেও হয় না। তাই আগামীতে কী ঘটতে চলেছে তা জানেন কাহিনিকার।
ওদিকে আবার সেন বাড়িতে হাজির কর্ণর কাকা, কাকিমা এবং বোন। কাকা এবং বোন ভাল মনের হলেও কাকিমার মধ্যে একটা ‘কিন্তু ভাব’ কাজ করে। সহজ কথায় সে সুবিধার নয়। লোভী, কৌতূহলী, কুটিলাও বটে। এই চরিত্রে দেখা যাচ্ছে সায়ন্তনী সেনগুপ্তকে।
আরও পড়ুনঃ কৌশিক গাঙ্গুলির সঙ্গে কাজ করাটা যে কোনও অভিনেতার কাছেই এক্সাইটমেন্টের বিষয়ঃ সুদীপ্তা চক্রবর্তী
বাংলা টেলিভিশনের অতি পরিচিত মুখ তিনি। বহুদিনের অভিনেত্রী। নেগেটিভ এবং পজিটিভ দুই ধরনের রোলেই সিদ্ধহস্ত তাঁর। এবারও কামাল দেখাবেন, আশা করা যায়।
প্রসঙ্গত, ধারাবাহিকের ফ্যানকূলের দেওয়া নাম ‘কর্ণিকা’-কে সম্মান জানিয়েছেন কাহিনি ও চিত্রনাট্যকার। এ এক বড় নজির বাংলা ধারাবাহিকের ইতিহাসে। ‘কী করে বলব তোমায়’ দেখুন সোম থেকে শুক্র রাত সাড়ে ৯ টায়, জি বাংলায়৷
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584