বাড়ি থেকেই করোনা নিয়ে সতর্ক বার্তা দিল টিম ‘কী করে বলবো তোমায়’

0
1050

মোহনা বিশ্বাস, বিনোদন ডেস্কঃ

সারা বিশ্বে এখন এক এবং অন্যতম অসুখের নাম করোনা। শুধুমাত্র একটা ভাইরাস ঝাঁকিয়ে দিয়েছে গোটা পৃথিবীকে।কোনওভাবে পাশ কাটিয়ে আসার চেষ্টা করলেও এই কাজে সফল হয়নি ভারত। এ দেশেও জাঁকিয়ে বসেছে কোভিড-১৯। আর তাই যুদ্ধে নেমেছে দেশবাসী। বাড়িতে থেকেই করোনার সাথে লড়ছে জনসাধারণ।

Actor | newsfront.co

দেশজুড়ে চলছে লকডাউন। যতদিন যাচ্ছে হু হু করে বাড়ছে সংক্রমণের সংখ্যা বাড়ছে। তাই লকডাউনের সময়সীমাও বেড়ে চলেছে। এই লকডাউনের জেরে সমস্ত কাজ বন্ধ। বন্ধ শুটিংও। তাই বাড়ি বসে বোর হচ্ছেন সাধারণ মানুষ থেকে শুরু করে অভিনেতা-অভিনেত্রীরা। ধৈর্য্য হারাচ্ছেন অনেকেই।

এমন সময়ে একটু অন্যভাবে দর্শকের সামনে এল জনপ্রিয় ধারাবাহিক ‘কী করে বলব তোমায়’-এর গোটা টিম। মাস কয়েক আগেই শুরু হয়েছে এই ধারাবাহিকের সম্প্রচার। এই ধারাবাহিকে নায়কের ভূমিকায় ক্রুশল আহুজা এবং নায়িকার ভূমিকায় রয়েছেন স্বস্তিকা দত্ত।

ইতিমধ্যেই এই নতুন জুটি দর্শকের মন জয় করে নিয়েছে। এছাড়াও এই ধারাবাহিকের অন্যান্য চরিত্রে অভিনয় করছেন অদিতি চট্টোপাধ্যায়, অনন্যা সেনগুপ্ত, অর্পিতা মুখোপাধ্যায়, সোহন বন্দ্যোপাধ্যায়, রাহুল দেব বোস, উদয়প্রতাপ সিং প্রমুখরা।

Actress | newsfront.co

আরও পড়ুনঃ এই বাংলা আমার হাসবে আবার

মানুষ যাতে করোনা ভাইরাসের বিষয়ে আরও সচেতন হয়, একটি বিশেষ ভিডিও কোলাজের মাধ্যমে সেই বার্তাই দিয়েছেন ‘কী করে বলব তোমায়’ ধারাবাহিকের কলাকুশলীরা। মানুষ যদি আরও একটু সচেতনতা অবলম্বন করে এই মারণ ভাইরাসের বিরুদ্ধে লড়াইটা জারি রাখে তাহলে একদিন আমরা এই কঠিন অসুখ কাটিয়ে উঠবই।

এমনই বার্তা দিলেন ক্রুশল আহুজা, স্বস্তিকা দত্ত, অদিতি চট্টোপাধ্যায়, অনন্যা সেনগুপ্ত, মানসী সেনগুপ্ত, অর্পিতা মুখোপাধ্যায়, তনুশ্রী ভট্টাচার্য, উদয়প্রতাপ সিং, সোমাশ্রী ভট্টাচার্য, সোহন বন্দ্যোপাধ্যায় এবং প্রযোজক সুমিত মিত্তল। প্রযোজক সুমিত মিত্তলের উদ্যোগেই ‘কী করে বলব তোমায়’ ধারাবাহিকের এই ভিডিও কোলাজটি তৈরি করা হয়েছে। প্রত্যেকেই তাঁদের অংশটি মোবাইলে শুট করেছেন।

প্রত্যেক কলাকুশলীদের কাছ থেকে ভিডিওগুলি সংগ্রহ করে ‘কী করে বলব তোমায়’ ইউনিটের এই ভিডিও কোলাজটি তৈরি করেছেন ধারাবাহিকের ক্রিয়েটিভ ডিরেক্টর সৃজিত রায়। তাঁর নির্দেশনাতেই অভিনেতা-অভিনেত্রীরা যে যার বাড়িতে শুট করেছেন। লকডাউনের সময়ে বাড়িতে থেকেই এই ধরণের একটি ভিডিও কোলাজের মাধ্যমে করোনার বিষয়ে মানুষকে সচেতন করতে পেরে খুশি টেলিপর্দার এই অভিনেতা-অভিনেত্রীরাও।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here