ভারত ছাড়ার আগে আই লিগ দেখতে মোহনবাগানে কিবু

0
166

অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ

কিবু গত বছর মোহনবাগানকে আই লিগ এনে দেন। তারপর থেকেই বাগান সমর্থকদের আবেগের মনি কোঠায় স্থান করে নেন তাঁদের স্প্যানিশ কোচ কিবু ভিকুনা।

Kibu Vicuna | newsfront.co

এটিকের সঙ্গে সংযুক্ত হওয়ায় তার সবুজ মেরুনের সঙ্গে থাকা সম্ভব হয়নি কেরালা ব্লাস্টর্স দলের হেড স্যার হন কিন্তু এবার কেরালা সাফল্য পায় নি।

Kibu Vicuna with wife | newsfront.co

কোচ হিসেবে অপসারিত হন কিবু। দেশে ফেরার আগে বুধবার কলকাতায় নামার পর বৃহস্পতিবার সস্ত্রীক মোহনবাগান ক্লাবে আসেন মোহনবাগানকে আই লিগে চ্যাম্পিয়ন করা কোচ। ডেকে নেন প্রাক্তন সহকারী রঞ্জন ভট্টাচার্যকে।

আরও পড়ুনঃ এই মরসুমে হবে না কলকাতা লিগ, পরের মরসুমের লিগ জুনে শুরু

তিনি জানান, “আই লিগ জেতার পরও ট্রফিটা দেখা হয়নি। শুনলাম ট্রফিটা আছে তাই ক্লাবে ঘুরে দেখে এলাম। রঞ্জনের সঙ্গেও অনেকদিন বাদে দেখা হল। জানিনা আবার কবে ভারতে আসব তাই ফেরার পথে কলকাতায় এসে মোহনবাগানে ঘুরে গেলাম। বেশ ভাল লাগছে এখানে এসে। এই ক্লাবের আবেগ সমর্থকদের ভালোবাসা কখনও ভুলবো না।“

আরও পড়ুনঃ দুই দিনে শেষ গোলাপি টেস্ট, দশ উইকেটে জয়ী বিরাটরা

এদিন মোহনবাগান মাঠ ঘুরে দেখলেন তিনি। চোখে মুখে আবেগের ছাপ স্পষ্ট আর একবার সবুজ মেরুন জার্সি গায়ে পড়ে কোচিং করাতে চান, দেখার ভবিষতে সেই সুযোগ আসে কি না!

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here