তপন চক্রবর্তী,উত্তর দিনাজপুরঃ
উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের সন্নিকটে বাঘন হাটখোলা বারোয়ারি নামযোজ্ঞ কমিটির উদ্যোগে দোল উৎসব উপলক্ষ্যে পঞ্চম বর্ষ তিনদিন ব্যাপী নামযোজ্ঞ অনুষ্ঠান হয়।এই অত্যন্ত উৎসাহ উদ্দীপনার সঙ্গে শুক্রবার পদাবলী কীর্তনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটে অনুষ্ঠানের।কমিটির সভাপতি নির্মল মোহন্ত বলেন,’প্ৰতি বছর আমাদের এই উৎসবের জন্য এই এলাকার মানুষজন অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে।
সাধারণ মানুষ তারা এই অনুষ্ঠানের জন্য সবরকম সাহায্য করে থাকে।’ কমিটির সম্পাদক বীরবল রাজভর বলেন,শুক্রবার তাদের উৎসবের শেষ দিনে পদাবলী কীর্তন পরিবেশন করেন স্বনামধন্য কীর্তনিয়া সঞ্চিত মন্ডল।কীর্তনের দলে অংশগ্রহন করেন দীপক মন্ডল,তপন গাইন,নবানি গাইন,বেলী সরকার,মন সরকার ও প্রিয় নাথ বর্মন।
আরও পড়ুনঃ দুই কলেজের যৌথ উদ্যোগে বসন্ত উৎসব পালন
জানা যায় বৃহস্পতিবার হাজার হাজার মানুষকে প্রসাদ দেবার ফলে সবাই প্রচন্ড খুশি বলে জানা যায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584