ঝাঁ চকচকে মিনি যুবভারতী তৈরি

0
155

অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ

আর যুবভারতীর বিকল্প হিসেবে ফুটবলারদের কল্যাণী ছুটতে হবে না। কারণ কলকাতায় ‘মিনি যুবভারতী’ তৈরি। এখন শুধু মাঠে বল পড়ার সময়ের অপেক্ষা। সব কিছু ঠিক থাকলে তাহলে আগামী মাসের প্রথম সপ্তাহেই আই লিগের ম‍্যাচ পেতে চলেছে সন্তোষপুরের কিশোর ভারতী ফুটবল স্টেডিয়াম।

Mini Yuva bharati | newsfront.co

তিন দিন আগেই ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস জানিয়ে দিয়েছেন, স্টেডিয়ামের কাজ শেষ। তিনি আশা করছেন, ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহেই আই লিগের ম‍্যাচ শুরু করা যাবে।

Mini Yuva Bharati stadium | newsfront.co

শহরের প্রাণকেন্দ্রে আরও একটি আন্তর্জাতিক মানের স্টেডিয়াম পাচ্ছে ক্রীড়াপ্রেমীরা। পাঁচ বছর আগেও যারা এই কিশোর ভারতী স্টেডিয়ামে গিয়েছেন, তাঁরা এখন গেলে চিনতেই পারবেন না তা হলফ করে বলা যায়। রাজ্য ক্রীড়া দফতর তৎপর হয়ে স্টেডিয়াম গড়ে তোলেন।

আরও পড়ুনঃ এবার অভিনয়, নিজেকে দেখে অবাক পাঠান

স্টেডিয়াম ঝাঁ চকচকে। নানান কিংবদন্তি ফুটবলারদের ছবি দিয়ে সাজানো। ঠিক যেমনটা যুবভারতীর ভিআইপি গেট দিয়ে প্রবেশের পর দেখা মেলে। মূল মাঠের মান,ফ্লাড লাইট, উন্নতমানের ফুটবলার, রেফারিদের ড্রেসিংরুম, প্রেস বক্স থেকে শুরু করে ভিআইপি বক্স-কোনওটাই সল্টলেক স্টেডিয়ামের চেয়ে কম নয়। স্টেডিয়ামের বাইরের দেওয়ালে নানান কিংবদন্তির ছবি।

আরও পড়ুনঃ দলের প্রাক্তনী খালিদের বুদ্ধিতেই ডুবল বাগানের পালতোলা নৌকা

পাশাপাশি স্টেডিয়ামের দ্বিতীয় তলায় বাংলার ঐতিহ্য (শিল্প, বিভিন্ন উৎসবের ছবি, মা উড়ালপুল, ইডেন গার্ডেন্স, বিশ্ববাংলা গেট, ট্রাম, প্রিন্সেপ ঘাট, যুবভারতী-সহ দার্জিলিং, ঘুম স্টেশনের ছবি, বাংলার ছৌ–নাচ, তাঁত শিল্প, মৃৎশিল্প, শান্তিনিকেতনের দোল উৎসবের ছবি) তুলে ধরা হয়েছে।

সংস্কার করে কিশোরভারতী ক্রীড়াঙ্গনের চেহারা আমূল পাল্টে দেওয়ার কাজ প্রায় শেষ। শেষ মুহূর্তের ব্যস্ততা তুঙ্গে। আসন্ন আই লিগের ম্যাচও এখানে দিয়েছে ফেডারেশন। বহুবছর বাদে কিশোরভারতীতে ফিরতে চলেছে ফুটবল। আই লিগ কেন, পরের আইএসএল থেকে যুবভারতীর খরচের জন্য ইস্টবেঙ্গল ও এটিকে মোহনবাগান ডার্বি ছাড়া তাঁদের সব হোম ম্যাচ যুব ভারতীতেই খেলবে বলে খবর।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here