ওয়েবডেস্কঃ-
বিরাট কে জড়িয়ে চুমু খাওয়ার চেষ্টা করলেন এক ভক্ত। ফের প্রকট হল ক্রিকেটারদের নিরাপত্তার নগ্ন চেহারাটাই। রাজকোটের ছবিটাই যেন হুবুহ দেখা গেল হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনেও। নিরাপত্তা বলয় ভেঙে মাঠে ঢুকে বিরাট কোহলির সঙ্গে সেলফি তোলার চেষ্টা করলেন এক ভক্ত। এমনকি বিশ্ব ক্রিকেটের সেনসেশনকে জোর করে চুমু খাওয়ারও চেষ্টা করেন তিনি। পরে অভিযুক্তকে আটক করে নিরাপত্তারক্ষীরা। হায়দরাবাদে তখন সবে ১৫ ওভারেরই খেলা চলছে। হঠাৎ দেখা গেল, বাউন্ডারি লাইন থেকে দৌঁড়ে আসছেন এক বিরাট ভক্ত। সামনে তখন কোহলির কাছেই দাঁড়িয়ে রবিচন্দ্রন অশ্বিন এবং ঋষভ পন্থ। তাঁরা কিছু বুঝে ওঠার আগেই বিরাট কোহলিকে জড়িয়ে ধরতে দেখা যায় ওই বিরাট ভক্তকে। এরপর তিনি নিজস্বী নেওয়ার চেষ্টা করলে বিরাট খানিক বিরক্তই হন। তারপর তিনি কোহলির গালে চুমু দেওয়ার চেষ্টা করলে গাল সরিয়ে নেন বিরাট।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584