কবির হোসেন, স্পোর্টস ডেস্কঃ
কে এই ভেঙ্কটেশ আইয়ার? কলকাতা নাইটস নবাগত সদস্য সোশ্যাল মিডিয়ায় একটাই নাম ভেঙ্কটেশ আইয়ার। ২৬ বছর বয়সী এই বাঁহাতি তরুণ অলরাউন্ডার। প্রথম দুটি ম্যাচই কলকাতা সমর্থকদের হৃদয় জয় করে নিয়েছেন। প্রথম ম্যাচের পর বৃহস্পতিবার মুম্বাই ইন্ডিয়ান্স-এর বিরুদ্ধে তার ঝড়ো ইনিংস এককথায় সকলকে মুগ্ধ করেছে।
পেশায় চাটার একাউন্ট এমবিএ করে কোন মাল্টিন্যাশনাল কোম্পানিতে দশটা পাঁচটা চাকরি করার স্বপ্ন ছেড়ে হঠাৎ করে ক্রিকেটকে ভালোবেসে ফেলবে অনেকেই ভাবতে পারেননি। সারাদিন বই গুঁজে পড়া ছেলেটিকে মাঠে খেলতে যাওয়ার জন্য মায়ের বকাবকি। শেষ পর্যন্ত মায়ের অত্যাচার মাঠে যাওয়া তারপর ক্রিকেটের প্রতি আকৃষ্ট ও ক্রিকেট প্রেম ভেনকিকে মধ্যপ্রদেশের হয়ে প্রথমে অনূর্ধ্ব ১৬ এবং পরে মধ্যপ্রদেশ রঞ্জি টিমে সুযোগ।
সর্বশেষ গত সিজনে মধ্যপ্রদেশের হয়ে পাঞ্জাবের বিরুদ্ধে ১৯৮ রানের ইনিংস ক্রিকেটের প্রতি ভালোবাসা বাড়িয়ে দেয়। কলকাতা নাইট রাইডার্স গত সিজনে মাত্র দু লক্ষ টাকার এই খেলোয়াড়কে কুড়ি লক্ষ টাকায় অন্তর্ভুক্ত করে। মরুশহর দুবাইয়ের অভিষেক ম্যাচেই নজর কাড়েন এই তরুণ চার্টার্ড একাউন্টেন্ট ক্রিকেটার।মধ্যপ্রদেশে একদিন ও টি-টোয়েন্টি ম্যাচের হয়ে ১ থেকে ১০ নম্বর প্রত্যেকটা জায়গায় ব্যাট করেছেন।
আরও পড়ুনঃ পাকিস্তানের প্রস্তাবে বাংলাদেশের না
আইপিএলে পরপর দুই ম্যাচে তার ব্যাটিং দক্ষতা কলকাতা নাইট রাইডার্স সমর্থকদের মনে আশা জাগিয়েছে।উল্লেখ্য প্রথম পর্বে সাতটার মধ্যে পাঁচটা ম্যাচেই হেরেছে কলকাতা নাইট রাইডার্স। হারের প্রধান কারণ হিসেবে অনেকেই মনে করেন ওপেনিং জুটি ব্যর্থতার জন্য। সেই ব্যর্থতা গত দুই ম্যাচে অনেকটাই পূরণ করেছে ভেনকি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584