নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ
সব থেকে বেশি বার আইপিএল চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ২০২০ অভিযান শুরু করছে কলকাতা নাইট রাইডার্স। আইপিএল ইতিহাসে মুম্বইয়ের বিরুদ্ধে সব থেকে খারাপ ফলাফল আছে নাইটদের। তবুও রোহিত শর্মাদের বিরুদ্ধে নামার আগে আত্মবিশ্বাসী কেকেআর অধিনায়ক দীনেশ কার্তিক।
তিনি জানান, ‘বিশ্বমানের ক্রিকেটারদের নিয়ে গড়া ওদের দল। খুবই শক্তিশালী দল মুম্বই ইন্ডিয়ান্স। এত গুলো আইপিএল জিতেছে, আমাদের দলও খারাপ নয় ওদের ভয় পাচ্ছি না। ওদের সঙ্গে যে শুরুতেই দেখা হয়ে যাচ্ছে, এটা আমাদের পক্ষে ভাল।’
আরও পড়ুনঃ আইপিএলের কাছে পরাস্ত ফুটবল বিশ্বকাপ
আইপিএলে ২৫ বার মুখোমুখি হয়েছে দুই দলের। তার মধ্যে ১৯ বারই জিতেছে মুম্বই ইন্ডিয়ান্স। সেই নিয়ে মাথা না ঘামিয়ে ডি কে জানান, ‘প্রত্যেকটা টুর্নামেন্ট নতুন লড়াই ইতিহাস নিয়ে ভাবি না।’ শোনা যাচ্ছে শুভমন গিলের সঙ্গে সুনীল নারিন ওপেন করবেন।
আরও পড়ুনঃ বিরাটকে তোষামোদ করতে পারেনি বলেই রায়ডু বাদ, বলছেন জাদেজা
দলের বোলিং নিয়ে নাইট অধিনায়ক জানান, ‘আমাদের পেস বিভাগে বৈচিত্র আছে, এটা আমাদের অন্যতম শক্তি বলতে পারেন। আমাদের চারজন ভারতীয় পেসারই এখন ভাল অবস্থায়। বিদেশী পেসাররাও এই মুহূর্তে বিশ্বের সেরা বোলার।
কাকে দিয়ে বোলিং শুরু করাব, সেই সিদ্ধান্ত নেওয়াটা কঠিন হবে। ওরা প্রত্যেকেই নিজেদের দক্ষতা নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী। তাছাড়া স্পিন বোলিংয়েও বৈচিত্র্য আছে, প্রথম এগারো বাছা আমাদের কাছে বেশ কঠিন হবে। এটা দলের পক্ষে ভালো।’ এছাড়া এদিনও কেকেআর কোচ সওয়াল করলেন তারা মাল্টিপ্লেল অধিনায়কত্ব ব্যবহার করবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584