বোলিং নিয়ে চিন্তা করছেন না নাইট কোচ ম্যাকালাম

0
66

নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ

কলকাতা নাইট রাইডার্স দলের বোলিং লাইন আপ দুর্বল, যার ফল দেখা গিয়েছে এই গতবারের আইপিএলে। শিবম মাভি, কমলেশ নগরকোটি, প্রসিদ্ধ কৃষ্ণা ও সন্দীপ ওয়ারিয়রা কতটা কী করতে পারবে সেটা নিয়ে চিন্তা নাইট ভক্তদের। কিন্তু সেটা নিয়ে ভাবছেন না শাহরুখ খানের কোচ ব্রেন্ডন ম্যাকালাম।

Brendon McCullum | newsfront.co
ব্রেন্ডন ম্যাকালাম

এদিন কেকেআর মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে দলের বোলিং নিয়ে তিনি জানান,’ জুনিয়ররা প্রত্যেকেই প্রতিভাবান। ওরা ভালো পারফরম্যান্স দেখাবে সেই বিষয়ে আমি আশাবাদী। অনুশীলনে ওদের দেখে আমি মুগ্ধ হয়েছি। আমাদের দলের কয়েকজন ভবিষ্যতের তারকা আছে। তারা এবার চমক দিতেই পারে।

তবে পেস বোলিংয়ে আমাদের প্যাট কামিন্সের ওপরই বেশি নির্ভর করতে হবে। শুরুতেই ও যদি উইকেট পেয়ে যায়, তাহলে বাকিটা সামলানোর জন্য যথেষ্ট ভাল স্পিনাররা আছে।

আরও পড়ুনঃ নাইট অনুশীলনে রাসেল, নারিন

নারিন এত বছর ধরে আমাদের ভালো পারফরমেন্স দিয়ে আসছে, তাই আমাদের বোলিং আক্রমণ নিয়ে খুব একটা চিন্তায় নেই আমি আর আমার মনে হয় উইকেট চমক দেবে এই উইকেট থেকে আমাদের বোলাররা সুবিধা পাবে।’

আরও পড়ুনঃ ওপো (Oppo )’র বিজ্ঞাপন করে বিপাকে ধোনি

রাসেল ও মরগ্যানকে নিয়ে প্রাক্তন নাইট তারকা জানান,’শেষ দশ ওভার তো বটেই যখন দরকার হবে ওকে নামানো যাবে আর বল হাতেও ও কার্যকরী। মরগ্যানকে আমি যখন খেলতাম তখনও ইনিংসে ভরসা দিতো এবারও সেটা করবে বলে আমি বিশ্বাস করি।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here