কবীর হোসেইন, স্পোর্টস ডেস্কঃ
এলেন দেখলেন জয় করলেন আজকের ম্যাচের ঠিক তাই হলো কলকাতা নাইট রাইডার্স ৬ উইকেটে সহজে হারিয়ে দিলো পাঞ্জাব কিংসকে । শুক্রবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্স এর অধিনায়ক শ্রেয়াস আইয়ার টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ।কলকাতা নাইট রাইডার্স এর উমেশ যাদব মাচের প্রথম ওভারেই ফিরে দেন পাঞ্জাব কিংসের অধিনায়ক মায়াঙ্ক আগরওয়ালকে তিন নম্বরে শ্রীলঙ্কান স্টার ক্রিকেট বি রাজাপাক্ষে ব্যাট করতে নেমে দ্রুত রান করেন । তিনি শিভম মাভি এক ওভারে তিনি পরপর তিনটি ছয় মারেন ।শেষ পর্যন্ত মাভির পঞ্চম বলে আউট হন। এরপর একের পর এক ব্যাটসম্যান শেখর ধাওয়ান (১৬) লিয়াম লিভিংস্টনে (১৯)শাহরুখ খান(০) রাজ বাওয়া (১১) হারপ্রীত ব্রার (১৪)এবং দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার কাসিগো রাবাডা দুর্দান্ত ব্যাট করেন ।তিনি চারটি চার ও একটি ছয়ের সাহায্যে ২৫ রান করে। পাঞ্জাব কিংস নির্ধারিত কুড়ি ওভারের ১৩৮রান তোলে। কলকাতা নাইট রাইডার্স এর উমেশ যাদব চারটি টিম সাউদি দুটি ও সুনীল নারিন একটি উইকেট নেন।
আরও পড়ুনঃ রুদ্ধশ্বাস ম্যাচে জয় ছিনিয়ে নিল এলএসজি
১৩৯ রানের রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে নাইট্ আছে শুরুটা ভালো হয়নি ম্যাচের দ্বিতীয় ওভারে আজিঙ্কা রাহানে (১২) ফিরে যান ভেঙ্কটেশ আইয়ার (৩)দলের ৩৮ রানের মাথায় আউট হন।শ্রেয়াস আইয়ার (২৬) ও নিতিশ রানা (০)কে পরপর দুই বলে ফিরে যায় রাহুল চাহরের বলে । ৫১ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় কলকাতা নাইট রাইডার্স এমন অবস্থায় ব্যাট করতে নামেন আন্দ্রে রাসেল নামে তারপর মাত্র 32 বলে৭০রান করেন যার মধ্যে ছিল ৮টি ছয় ও দুটি চার। মাত্র ১৪.৩ ওভার এর মধ্যে কলকাতা নাইট রাইডার্স জয়ের লক্ষ্যে পৌঁছে যায় এদিন রাসেলকে যোগ্য সঙ্গ দেন স্যাম বিলিংস ২৪ রান করেন। ম্যাচের সেরা উমেশ যাদব ।একদিনের ম্যাচে তিনি চারটি উইকেট নেন। কলকাতা নাইট রাইডার্স তিন ম্যাচে দুটি জয় ও একটি হার দিয়ে লীগ তালিকা এখন শীর্ষে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584