মোহনা বিশ্বাস, স্পোর্টস ডেস্কঃ
করোনার ধাক্কায় মাঝপথেই স্থগিত হয়ে গিয়েছিল আইপিএল ২০২১। ফলে উদ্বেগ ছড়িয়েছিল নাইট শিবিরেও। সংক্রমিত হয়েছিলেন দলেরই কয়েকজন। এবার স্থগিত হয়ে যাওয়া আইপিএলের দ্বিতীয় পর্ব শুরু হতে চলেছে সংযুক্ত আরব আমিরশাহীতে। দেশ ছাড়ার আগে বুধবার মুম্বইয়ে কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফেদের করোনা পরীক্ষার ব্যবস্থা করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। আরটিপিসিআর পদ্ধতিতে নমুনা সংগ্রহ করে তা পরীক্ষাও করা হয়। সেই পরীক্ষায় সকলেরই করোনা রিপোর্ট নেগেটিভ অসে।
এরপরই শুক্রবার বিকেলের দিকে দুবাই রওনা হয়ে যান ক্রিকেটার ও সাপোর্ট স্টাফেরা। পরের দিকে সুনীল নারিন, আন্দ্রে রাসেলের মতো অনেক ক্রিকেটার নাইট শিবিরে যোগ দেবেন বলে জানান গিয়েছে।
এরই মধ্যে বিমানবন্দরে ক্রিকেটারদের একটি নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যা নিয়ে নেটপাড়ায় উত্তেজনা তুঙ্গে। মুখে মাস্ক, করোনার জেরে ড্রেসের উপর বিশেষ অ্যাপ্রন পরে কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটারদের নাচতে দেখা গিয়েছে এই ভিডিওটিতে।
আরও পড়ুনঃ প্যারালিম্পিক্সের সেমিফাইনালে ভারতীয় প্যাডলার ভাবিনা প্যাটেল
এবার নাইট রাইডার্সদের সামনে বড় চ্যালেঞ্জ। কারণ, সাতটি ম্যাচের মাত্র দু’টোতে তারা জিতেছে। লিগ তালিকার ৭ নম্বরে রয়েছে তারা। এই পরিসংখ্যানই এ বার বদলে দিতে মরিয়া নাইটরা। শেষ চারে থেকে নক আউট পর্বে ওঠাই এখন একমাত্র লক্ষ্য কলকাতার দলটির।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584