স্পোর্টস ডেস্কঃ-
রবীন্দ্র জয়ন্তী,কবিতা,গান,সুর,আবেগ; সব হাওয়া। ইডেনে আজ লজ্জাজনক হারে এখন প্লে -অফের রাস্তা কন্টকময় করে তুলল নাইটরা।
বুধবার রাতে আগে ব্যাটিং করে ২১০ রানের পাহাড় গড়ে মুম্বাই। সেই পাহাড় জয় করতে গিয়ে কলকাতা গুটিয়ে যায় মখত্র ১০৮ রানে। অর্থাৎ ১০২ রানের বিশাল ব্যবধানে হারে কেকেআর।
এটি মুম্বাইয়ের টানা তৃতীয় জয়। এই জয়ের ফলে তাদের প্লে-অফে যাওয়ার আশা টিকে থাকলো ভালোভাবেই। পক্ষান্তরে এটি কলকাতার টানা দ্বিতীয় হার। এই হারের ফলে পয়েন্ট টেবিলে মুম্বাইয়ের নিচে নেমে গেল কেকেআর। ফলে এখন প্লে-অফে ওঠার রাস্তা আরো কঠিন দেখাচ্ছে।
মুম্বাইয়ের হয়ে ইশান কিষাণ ২১ বলে ৬২ রানের অসাধারণ এক ইনিংস খেললেন। তার এই ইনিংস মুম্বাইকে ২১০ পাহাড় গড়ার পথে দারুণ সহায়তা করে। ৯ বলে ২৪ রান করে এতে অবদান রাখেন বেন কাটিংও।এ ছাড়া বল হাতে সফল দুই পান্ডিয়া ব্রাদার্স। ক্রুনাল ৩.১ ওভারে মাত্র ১২ রান দিয়ে দুটি উইকেট নেন। হার্দিক তিন ওভারে ১৬ রান দিয়ে নেন দুই উইকেট।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584