রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা নাইটদের

0
78

নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ

আইপিএল ২০২০-তে গ্রুপে নিজেদের শেষ ম্যাচে জয় পেল কলকাতা নাইট রাইডার্স। দুবাইতে তারা ৬০ রানে হারাল রাজস্থান রয়্যালসকে। একইসঙ্গে টিকে থাকল নাইটদের প্লে-অফে যাওয়ার আশা। ১৪ পয়েন্ট এবং -০.২১ নেট রানরেট নিয়ে আপাতত পয়েন্ট টেবলে চার নম্বরে কেকেআর৷ মঙ্গলবার মুম্বই সানরাইজার্স হায়দ্রাবাদ হারালে প্লে-অফে যাবে নাইটরা।

Eoin Morgan | newsfront.co

এদিন টস হেরে প্রথম ব্যাটিং করে কেকেআর৷ কিন্তু শুরুটা মোটেই ভালো হয়নি নাইটদের৷ ইনিংসের দ্বিতীয় বলেই ডাগ-আউটে ফিরে যান নীতিশ রানা৷ জোফরা আর্চারের ডেলিভারিতে খাতা খোলার আগেই আউট হন তিনি৷ তারপর অবশ্য রাহুল ত্রিপাঠি ও শুভমন গিল নাইটদের ইনিংসকে এগিয়ে নিয়ে যান৷

KKR | newsfront.co

দু’জনেই আক্রমণাত্মক ব্যাটিং করে পাওয়ার প্লে-র সুবিধা তোলেন৷ এক উইকেটে পাওয়ার প্লে-তে ৫৫ রান যোগ করে কেকেআর৷ দ্বিতীয় উইকেটে ৪৯ বলে ৭২ রান যোগ করে নাইটদের ইনিংসের ভিত গড়ে দেন গিল ও ত্রিপাঠি৷ কিন্তু গিলের আক্রমণাত্মক ইনিংস থেমে যায় রাহুল তেওটিয়ার স্পিনে৷ ২৪ বলে ৩৬ রান করেন গিল৷

আরও পড়ুনঃ চেন্নাই ম্যাচ হেরে আইপিএল থেকে ছিটকে গেল পাঞ্জাব

সুনীল নারিন খাতা খোলার আগেই ডাগ-আউটে ফেরেন৷ এরপরই ডাগ-আউটে ফেরেন ত্রিপাঠি৷ ৩৪ বলে চারটি বাউন্ডারি ও ২টি ছক্কা-সহ ৩৯ রান করেন রাহুল৷ তারপর ক্রিজে এসেই প্রথম বলে আউট হন প্রাক্তন নাইট অধিনায়ক দীনেশ কার্তিক৷

আরও পড়ুনঃ পরের বছরও আইপিএল খেলবেন জানালেন মাহি

তারপর শুরু হল মর্গ্যান ধামাকা৷ চার ম্যাচ পর চোট সারিয়ে দলে ফেরা আন্দ্রে রাসেলের সঙ্গে ষষ্ঠ উইকেটে মাত্র ১৮ বলে ৪৫ রান হয় ৩৫ বলে অপরাজিত ৬৮ রানে অপরাজিত থাকেন মর্গ্যান। ২০ ওভারে সাত উইকেটে ১৯২ তোলে কলকাতা।

জবাবে ব্যাট করতে নেমে নাইট বোলিংয়ের সামনে ধসে পড়ে রাজস্থান ব্যাটিং উথাপা, স্টোকস, স্মিথ, সঞ্জু, কেউ রান পায়নি ২০ ওভারে নয় উইকেটে ১৩১ তোলে রাজস্থান। নাইট বোলিং লাইনে প্যাট কামিন্স চার, বরুণ চক্রবর্তী ও শিভম মাভি দুটো করে উইকেট নেন নাগরকোটি নেন এক উইকেট।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here