আগামী মরসুমে নাইটদের নজরে ঋদ্ধি, ক্ষমতা কমতে পারে ভেঙ্কির

0
136

অঞ্জন চ্যাটার্জী, স্পোর্টস ডেস্কঃ

পরের মরসুমে আইপিএলে আসতে চলেছে নতুন নিলাম পদ্ধতি। আর সেটা হলে হবে ফের মেগা নিলাম। আর কিছু দিন পরে সরকারিভাবে সব জানানো হবে বোর্ডের তরফ থেকে। তাই সব ফ্র্যাঞ্চাইজির-ই চাইছে তাঁদের দল গুছিয়ে নিতে। এপ্রিল-মে মাসের উইন্ডো-তে আইপিএল আয়োজিত হলে সময় একদমই কম। তাই আইপিএল শেষ হতেই নতুন মরসুমের ভাবনা প্রত্যেক ফ্র্যাঞ্চাইজি করছে।

ipl team | newsfront.co

আর কেকেআরের মত দল যারা গত দুই বছর ধরে প্লে অফে যায়নি তাঁদের চিন্তা তো একটু বেশি। এবার শেষ পর্যন্ত পাঁচ নম্বরে থেকে টুর্নামেন্ট অভিযান শেষ করতে হল তাদের।

টুর্নামেন্টের মাঝপথেই নেতৃত্বে বদল এবারের কেকেআর ইওন মর্গ্যানকে দিয়ে দেয়। নতুন মরসুমে নাইট ম্যানেজমেন্ট নিলামে দল ঢেলে সাজাতে পারে। বাদ পড়তে পারেন অনেক রথি মহারথীরা।

আরও পড়ুনঃ সুস্থ হলেন মারাদোনা

দীনেশ কার্তিক, কুলদীপ যাদব, ক্রিস গ্রিন, টম ব্যান্টন, সুনীল নারিন, প্যাট কামিন্স, লকি ফার্গুসন (নিলাম থেকে ফিরিয়ে আনা হতে পারে দাম কমিয়ে)। নাহলে একদমই বাদ দেওয়া হতে পারে।

যদি নিয়ম মত পাঁচজন ক্রিকেটারকে রিটেন করতে হয়, নাইট ম্যানেজমেন্টের কাছে সেই তালিকা তৈরি- ইয়ন মর্গ্যান, নীতিশ রানা, আন্দ্রে রাসেল, শুভমান গিল, বরুণ চক্রবর্তী। নতুন করে পার্থিব প্যাটেল, রাহুল তেওটিয়া, ঋদ্ধিমান সাহাদের জন্য দর তুলতে পারে কেকেআর। বাঙালি লোকাল প্লেয়ার নাইট শিবিরে নেওয়ার ইঙ্গিত এবারও নেই। নাইটদের নেতৃত্ব দেবেন ইওন মর্গ্যানই। একই সঙ্গে দল গঠনে অনেকটা অধিকার ক্ষুন্ন হবে সিইও ভেঙ্কি মাইসুরের।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here