শরীয়তুল্লাহ সোহন, ওয়েব ডেস্কঃ
শুরু হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫তম আসরের নিলাম। শনিবার দুপুর সাড়ে ১২টা থেকে দেশের অন্যতম শহর বেঙ্গালুরুতে শুরু হওয়া এই নিলাম চলবে রবিবারও। জাতীয় দলের নির্ভরযোগ্য ওপেনার শিখর ধাওয়ানকে দিয়ে শুরু হয় এবারের নিলাম।
৮ কোটি ২৫ লাখ টাকাতে ধাওয়ানকে দলে ভিড়িয়েছে পাঞ্জাব কিংস। ৫ কোটি টাকায় রবিচন্দ্রন অশ্বিনকে কিনেছে রাজস্থান রয়্যালস। এখন পর্যন্ত সবচেয়ে বেশি দামি ক্রিকেটার শ্রেয়াস আইয়ার। ১২ কোটি ২৫ লাখ টাকাতে তাকে কিনেছে কলকাতা নাইট রাইডার্স।
আইয়ার গত মৌসুমে খেলেছেন দিল্লি ক্যাপিটালসের হয়ে। ভিত্তি মূল্য ২ কোটি টাকায় আইয়ারের জন্য বেঙ্গালুরু ও দিল্লি লড়াই শুরু করে। লখনৌ যোগ দেয় লড়াইয়ে। কলকাতা পরে আগ্রাহ দেখায়। তাদের লড়াই চলে দিল্লির সঙ্গে। দিল্লি শ্রেয়াসকে ফেরাতে মরিয়া ছিল। গুরজাট টাইটানস ১০ কোটি টাকা দর হাঁকে। সবশেষে ১২ কোটি ২৫ লাখ টাকায় আইয়ারকে দলে নেন কলকাতা। আইয়ার হতে পারেন নাইটদের নতুন অধিনায়ক।কলকাতা দলে ভিড়িয়েছে গত কয়েক মৌসুমে তাদের হয়ে খেলা প্যাট কামিন্সকে। অজি ক্রিকেটারের দাম উঠেছে ৭ কোটি ২৫ লাখ টাকা।
আরও পড়ুনঃ মণিকা বাত্রার জয়! জাতীয় টেবিল টেনিসে গড়াপেটার অভিযোগে অভিযুক্ত তৎকালীন কোচ সৌম্যদীপ রায়
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584