নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ
দলের শাহরুখ খান যেন লাকি কলকাতা নাইট রাইডার্সের কাছে। সান রাইজার্স হায়দ্রাবাদের পর মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধেও জয় পেল নাইটরা। টস জিতে প্রথমে ব্যাটিং করে কেকেআর। ওপেন করতে শুভমন গিলের সঙ্গে পাঠানো হয় রাহুল ত্রিপাঠিকে। তার স্বপ্নের ফর্ম অব্যাহত।
ত্রিপাঠি ছাড়া কোনো নাইট ব্যাটসম্যান রান পাননি, তিন নম্বরে নামা নীতিশ রানাও এদিন বড় রান করতে পারেননি৷ মাত্র ৯ রান করে করণ শর্মার বলে জাদেজার হাতে ক্যাচ দিয়ে ডাগ-আউটে ফেরেন রানা। চার নম্বরে ব্যাট করতে পাঠানো হয় সুনীল নারিনকে তিনি আজও ৯ বলে একটি ছক্কা ও একটি বাউন্ডারি-সহ ১৭ রান করে আউট হন৷
পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে বড় ইনিংস খেলতে পারলেন না ইয়ন মর্গ্যানও৷ মাত্র ৭ রান করে স্যাম কারানের শিকার তিনি৷ চূড়ান্ত ব্যর্থ আন্দ্রে রাসেল ও দীনেশ কার্তিকও৷ ৮১ রানের ইনিংস খেলেন ত্রিপাঠি৷ ২০ ওভারে ১৬৭ রানে শেষ হয়ে যায় নাইট রাইডার্স ইনিংস।
রানটা কঠিন ছিল না। তবুও পারলো না সিএসকে ওপেনার ডু প্লেসিস ১৭ রানে আউট হন। তবে ওয়াটসন ক্রিজে ছিলেন ভরসা পায় সিএসকে। তবে রায়াডু ২৭ বলে ৩০ করে নাগরকোটির বলে আউট হন। ওয়াটসন অর্ধ শত রান করে নারিনের বলে। চার নম্বরে নামেন ধোনি। বরুণ চক্রবর্তীর বলে বোল্ড হলেন এমএসডি (১২ বলে ১১)।
আরও পড়ুনঃ স্লো ওভার রেটের জন্য জরিমানা স্মিথকে
শেষ অবধি ছিলেন রবীন্দ্র জাদেজা ও কেদার যাদব। তবে তারা পারেননি চেষ্টা করেও। ২০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে আউট হয়ে নিজের হতাশা প্রকাশ করেন তিনি। শেষ অবধি ছিলেন রবীন্দ্র জাদেজা ও কেদার যাদব। তবে তাড়া পারেননি চেষ্টা করেও। ২০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ১৫৭ তোলে সিএসকে। এবার প্রত্যেকটা ম্যাচই কার্যত মরণ বাঁচন চেন্নাই দলের কাছে। একই সঙ্গে তিন নম্বরে উঠে এলো কেকেআর।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584