শাহরুখের সামনেই বাজিমাত নাইটদের

0
85

নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ

Shahrukh Khan | newsfront.co

চলতি আইপিএলে প্রথম বার দলের খেলা দেখতে এলেন কেকেআর মালিক বলিউড বাদশা শাহরুখ খান। আর কিং খানের সামনেই উজ্জ্বল নাইট ব্রিগেড। গত ম্যাচে পাঞ্জাবের বিরুদ্ধে লড়াই করে জেতা রাজস্থান রয়্যালসকে প্রায় হেলায় হারালো কলকাতা নাইট রাইডার্স।

 

KKR | newsfront.co

টস জিতে নাইটদের ব্যাট করতে পাঠান রাজস্থান অধিনায়ক স্টিভ স্মিথ। আজকেও ভালো ব্যাট করলেন তরুণ ওপেনার শুভমন গিল করেন ৪৭, নারিন তাড়াতাড়ি আউট হয়ে যান। ফের ব্যর্থ কেকেআর অধিনায়ক দীনেশ কার্তিক।

Kolkata Knight Riders | newsfront.co

ব্যাটিং অর্ডারে তুলে আনা হয়েছিল আন্দ্রে রাসেলকে। ১৪ বলে ২৪ রানে আউট হন তিনি। তবে ইওন মরগ্যান নাইট বাহিনীকে লড়াইয়ে রাখে। ২৩ বলে ৩৪ রান করে অপরাজিত থাকেন মরগ্যান। কেকেআর ২০ ওভারে তোলে ৬ উইকেটে ১৭৪।

আরও পড়ুনঃ জরিমানা আইয়ারকে

Shahrukh Khan | newsfront.co

ব্যাট করতে নেমে রাজস্থান অধিনায়ক স্মিথ খারাপ শট খেলে শুরুতেই কামিন্সের বলে আউট হন। তখনই ম্যাচ থেকে হারিয়ে যায় রাজস্থান, গত কয়েক ম্যাচের নায়ক সঞ্জু স্যামসনও ব্যর্থ। মাভির বলে ৮ করে আউট হন তিনি। এরপরে বাটলার, প্রাক্তন নাইট উথাপা সকলেই প্রায় আয়ারাম গয়ারাম। শেষ অবধি ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৭ রান তোলে রাজস্থান।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here