কবির হোসেন, স্পোর্টস ডেস্কঃ
কেকেআর ৮৬ রানে রাজস্থান রয়েলসকে হারিয়ে শেষ চারে প্রায় নিশ্চিত করল। কেকেআরের বিধ্বংসী বোলিংয়ের সামনে অসহায় আত্মসমর্পণ করল রাজস্থান রয়েল। সেই সঙ্গে কার্যত মুম্বাই ইন্ডিয়ান ছিটকে দিয়ে শেষ চারে কোয়ালিফায়ারে অনেকটাই নিশ্চিত কেকেআর। বৃহস্পতিবার রাজস্থান রয়েলস শারজায় স্টেডিয়াম মন্থর পিচে টসে জিতে ব্যাট করতে পাঠায় নাইটদের।
শুভমন গিল (৫৮) ও ভেঙ্কটেশ আইয়ার (৩৮) অসাধারণ ব্যাট ভর করে মাত্র ১০.৫ ওভারে ৭৯রান তোলে। এরপর নিতিশ রানা (১২), রাহুল ত্রিপাঠী (২১), দীনেশ কার্তিক (১৪)* ও সর্বশেষ অধিনায়ক মর্গান (১৩)* দের ছোট ছোট ইনিংসের সুবাদে কেকেআর নির্ধারিত কুড়ি ওভারে ১৭১ রান করে। রাজস্থান রয়েলসের বোলারদের মধ্যে সেরকম কেউ প্রভাব বিস্তার না করলেও চেতন সাকারিয়া, রাহুল তেওঁটিয়া ও ক্রিস মরিস একটি করে উইকেট পান।
জবাবে ব্যাট করতে নেমে রাজস্থান রয়েলস কেকেআর বোলারদের সামনে অসহায় আত্মসমর্পণ করেন। ৩.৪ ওভারে মাত্র ১৩ রানে ৪ উইকেট হারায়। একসময় যাশাসি জসওয়াল(০), সঞ্জু স্যামসন (১), লিয়ম লিভিংস্টোন (৬), অনুজ রাওয়াত (০) প্যাভিলনের ফিরে যায়। একদিকে শিভাম দুবে (১৮) একাই লড়াই করেন মাত্র ৩৫ রানের মাথায় সাত সাতটি উইকেট হারিয়ে চাপে পড়ে যায় রাজস্থান রয়েলস। এই সময় কিছুটা হাল ধরেন অলরাউন্ডার রাহুল তেওঁটিয়া (৪৪) , তিনি একাই রাজস্থান রয়েলসের অর্ধেক রান করেন। কিন্তু কেকেআর বোলিংয়ের সামনে সতীর্থদের অসহায় ও এবং দুর্বল ব্যাটিং প্রদর্শন করে ৮৫ রানে অল আউট হয়ে যায়। শিভম মাভি ৪ টি, লকি ফার্গুসন ৩ টি উইকেট লাভ করেন। ম্যাচের সেরা শিভম মাভি।
আরও পড়ুনঃ বিদেশে লগ্নী করে কর ফাঁকি, ‘প্যান্ডোরা পেপার্স’-এ নাম সচিন তেন্ডুলকর ও ৬ রাজনীতিবিদের
কার্যত শেষ চারে কোয়ালিফাই অনেকটাই নিশ্চিত কেকেআর। মুম্বাই ইন্ডিয়ান্সকে কেকেআরের রান রেট টপকে ম্যাচ জিততে হবে। মুম্বাই ইন্ডিয়ান্সকে নির্ধারিত কুড়ি ওভারে ২০০বেশি রান করতে হবে এবং ১৭১রানে জয়লাভ করতে হবে, অন্যথায় রান তাড়া করে ম্যাচ জিতলেও রোহিতরা কোয়ালিফাই করতে পারবে না। এমত অবস্থায় আগামীকাল সানরাইজ হায়দ্রাবাদের বিরুদ্ধে এই অঙ্ক মাথায় নিয়ে খেলতে নামবে মুম্বাই ইন্ডিয়ান্স। চার নম্বর স্থান কেকেআরের নিশ্চিত এবং তা শুধুমাত্র সময়ের অপেক্ষা সেটা বলা যেতেই পারে ‘করবো লড়বো জিতবো রে’ স্লোগানে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584