নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ
পুরোনো ছন্দে কেকেআর বোলিং। তাঁর ফল মিলল শক্তি শালী সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়ে আইপিএলে জয়ের খাতা খুলল কলকাতা নাইট রাইডার্স। বেশি উইকেট না নিলেও নাইট বোলাররা নিরন্ত্রন রেখে এদিন বল করলেন।
আগের ম্যাচে ছন্দ না পাওয়া সব থেকে বেশি দামের ক্রিকেটার প্যাট কামিন্সও এদিন পেস ও লাইন লেংথের সঙ্গে বল করেন। দুই দলে একাধিক পরিবর্তন হয়, মহম্মদ নবিকে প্রথম একাদশে রেখে মাঠে নেমেছে হায়দরাবাদ।
আরও পড়ুনঃ মোদী, অমিতাভের পরেই বিরাট
বিজয় শঙ্করের বদলে ঋদ্ধিমান সাহা দলে এসেছেন। সন্দীপ শর্মার বদলে খলিল আহমেদকে নিয়েছে হায়দরাবাদ। সাত জন বোলারকে এদিন ব্যবহার করেন কলকাতা অধিনায়ক দীনেশ কার্তিক। কলকাতার বোলারদের দাপটে দেড়শো রানও করতে পারল না হায়দ্রাবাদ।
আরও পড়ুনঃ ধোনিদের গ্লুকোজ খাওয়ার পরামর্শ সেহবাগের
কলকাতার হয়ে বোলিং ওপেন করেন সুনীল নারিন।কলকাতার বরুণ চক্রবর্তীকে এদিন প্রথম একাদশে নেওয়া হয়। বল হাতে নজর কাড়েন তিনি, আউট করলেন ওয়ার্নারকে। সানরাইজার্স এদিন খেলায় বাংলার ঋদ্ধি মান সাহাকে তাকে ব্যাটিং করতে ওপরে তোলা হয় কিন্তু অনেক বল নষ্ট করলেন তিনি।মণীশ পাণ্ডে ঋদ্ধির সঙ্গে ৬২ রানের পার্টনারশিপ গড়েন তিনি। ঋদ্ধি আউট হন ৩০ রানে।
২০ ওভারে হায়দ্রাবাদ করল ৪ উইকেটে ১৪২ রান। কম রানের লক্ষ নিয়ে নেমে শুরুতে চাপে পড়ে গেলেও শুভমন গিলের ইনিংস ও নীতিশ রানা ও মরগ্যান কেকেআর-কে জয় এনে দেয় দুই ওভার বাকি থাকতে সাত উইকেটে জয় পায় টিম শাহরুখ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584