ফার্গুসন ম্যাজিকে বাজিমাত কেকেআর

0
86

নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ

নিজের ক্যাপ্টেন্সি থেকে সরার দ্বিতীয় ম্যাচেই কেল্লা ফতে করলেন দীনেশ কার্তিক।ফল স্বরূপ লড়াই করে সানরাইজার্স হায়দ্রাবাদ থেকে হাড্ডাহাড্ডি ম্যাচ থেকে ছিনিয়ে নিল নাইটরা।

KKR | newsfront.co

এদিন ত্রিপাঠি ও গিল ভালো শুরু করলেও একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়ে যায় নাইটরা। ওপেনিং জুটিকে ৬ ওভারে ৪৮ রান তোলেন গিল ও ত্রিপাঠি৷ কিন্তু পাওয়ার প্লে-ওভারের শেষ বলে বোল্ড হয়ে যান ত্রিপাঠি৷ ১৬ বলে ২৩ রান করে নট রাজনের বলে ডাগ-আউটে ফেরেন তিনি।

এরপর নীতিশ রানা ক্রিজে এসে আক্রমণাত্মক শুরু করেন৷ কিন্তু ৩৭ বলে ৩৬ রানে গিল আউট হওয়ার পর ২০ বলে ২৯ রান করে দায়িত্বজ্ঞানহীন শট নিয়ে আউট হন রানা। চার নম্বরে নেমে ফের ব্যর্থ রাসেল করলেন ৯৷ ১৪ বলে ২টি ছয় ও ২টি বাউন্ডারি মেরে ২৯ রানে অপরাজিত থাকেন কার্তিক৷ ক্যাপ্টেন মর্গ্যান অপরাজিত থাকেন ৩৪ রানে৷

আরও পড়ুনঃ আইপিএলের ইতিহাসে রাবাডা

এদিন নিউজিল্যান্ডের লাকি ফার্গুসনকে খেলায় নাইটরা। আর বল হাতে এক প্রকার আগুন ঝরালেন তিনি। চোটের জন্য ওপেন করেননি হায়দ্রাবাদের অধিনায়ক ওয়ার্নার ওপেন করেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন। বেয়ারস্টো ও কেন জুটি ভালোই শুরু হয় তবে নিজের দেশের উইলিয়ামসনকে আউট করেন ফার্গুসন।

আরও পড়ুনঃ খারাপ পারফরমেন্স করায় এবার কেকেআর-কে বিঁধলেন বীরু

এরপর প্রিয়ম ও মনীষ পান্ডেকে আউট করে হায়দ্রাবাদের কোমর ভেঙে দেন তিনি। বিজয় শঙ্করকে আউট করেন কামিন্স। শেষ ওভারে মর্গ্যান বল তুলে দেন চোটগ্রস্ত রাসেলের হাতে। ওই ওভারে পরপর তিনটি চারও মারেন ওয়ার্নার। কিন্তু শেষপর্যন্ত অবশ্য সুপার ওভারে ‘‌হিরো’‌ বনে যান সেই লকি ফার্গুসন।

প্রথম বলেই ফেরান বিপজ্জনক ওয়ার্নারকে। এরপর দ্বিতীয় বলে দেন দু’‌রান। আর তৃতীয় বলে ফের উইকেট নেন। বোল্ড করেন আবদুল সামাদকে। আর ব্যাট করতে নেমে সহজেই তিন রান তুলে ফেলেন নাইটরা। সব মিলিয়ে রবিবাসরীয় সন্ধে দেখলো এক ভরপুর বিনোদনে ভরা ম্যাচ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here