মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ
আগামীকাল সোমবার থেকে কলকতায় অনির্দিষ্টকালের জন্য কোভ্যাক্সিনের প্রথম ডোজ দেওয়া বন্ধ রাখা হবে। এমনটাই জানাল কলকাতা পৌরনিগম। রাজ্য স্বাস্থ্য দপ্তরের নির্দেশ অনুযায়ী কলকাতা পৌরসভার অন্তর্গত ৩৭টি টিকাকেন্দ্র থেকে কোভ্যাক্সিনের প্রথম ডোজ দেওয়া অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিল পৌর প্রশাসন।একথা জানালেন কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগের দায়িত্বপ্রাপ্ত প্রশাসক মণ্ডলীর সদস্য অতীন ঘোষ।
১ নভেম্বর থেকে শুধুমাত্র যাঁরা ইতিমধ্যেই কোভ্যাক্সিনের প্রথম ডোজ নিয়েছেন, এরকম ৫০ হাজার দ্বিতীয় ডোজের প্রাপককে ওই ৩৭টি সেন্টার থেকে দ্বিতীয় ডোজ দেওয়া হবে। কলকাতা পৌরনিগমের তরফে একথা সাফ জানিয়ে দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ ২৪৭ দিনে সর্বনিম্ন অ্যাকটিভ কেস, কমল দৈনিক আক্রান্তের সংখ্যাও
কলকাতা পৌরনিগম সূত্রে জানা গিয়েছে, কোভ্যাক্সিন কম আসছে। সেই কারণেই তাদের এই সিদ্ধান্ত। আর যেহেতু, কোভ্যাক্সিনের ডোজ কম আসছে তাই শহরে নতুন করে কাউকে কোভ্যাক্সিনের প্রথম ডোজ দেওয়া হবে না। পরবর্তী নির্দেশিকা জারি না হওয়া পর্যন্ত কোভ্যাক্সিনের প্রথম ডোজ বন্ধ থাকবে বলেই জানিয়েছে পৌরনিগম। তবে কোভিশিল্ডের টিকাকরণ যেমন চলছিল, তেমনভাবেই চলবে।
আরও পড়ুনঃ দেশদ্রোহিতা আইনের অপব্যবহার নিয়ে সরব প্রাক্তন বিচারপতি, পাকিস্তানের জয়ে উচ্ছ্বাস দেশদ্রোহ নয়
উল্লেখ্য, এর আগেও গত সেপ্টেম্বর মাসে কলকাতায় কোভ্যাক্সিনের মজুত নিয়ে সঙ্কট দেখা দিয়েছিল। সেই সময়ও অনির্দিষ্টকালের জন্য কোভ্যাক্সিনের ডোজ দেওয়া বন্ধ করে দিয়েছিল কলকাতা পৌরনিগম।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584