সংক্রমণে লাগাম পরাতে কলকাতায় ১৬টি পয়েন্টে অ্যান্টিজেন টেস্ট শুরু করছে পুরসভা

0
32

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

শহরে ঊর্ধ্বগামী করোনা সংক্রমণ রুখতে প্রয়োজন দ্রুত করোনা নমুনা পরীক্ষা করে রোগীকে চিহ্নিত করে তার চিকিৎসা শুরু করা। তাই এবার মাত্র ৪০ মিনিটের মধ্যেই অ্যান্টিজেন পরীক্ষার মাধ্যমে করোনা টেস্ট শুরু করেছে পুরসভার কর্মীরা। জানা গিয়েছে, চেতলায় পুরসভার মুখ্যপ্রশাসক ফিরহাদ হাকিমের ৮২ ওয়ার্ড থেকে এই নয়া পদ্ধতিতে করোনা টেস্ট শুরু হবে। আগামী কয়েকদিনের মধ্যে শহরের ১৬ টি বরোয় ৮০০ জনের অ্যান্টিজেন পরীক্ষা করা হবে।

covid test | newsfront.co
প্রতীকী চিত্র

প্রসঙ্গত, সরকার যত করোনার নমুনা পরীক্ষা করে রোগী চিহ্নিত করছে, তার চেয়েও দ্রুত হারে বাড়ছে করোনা সংক্রমণ। এর আগে থার্মাল গান ও পালস অক্সিমিটার নিয়ে প্রাথমিক লড়াই শুরু করেছিলেন পুরসভার কর্মীরা। কিন্তু এবার করোনার লাগাম আটকাতে দ্রুত করোনা রোগীকে চিহ্নিতকরণের জন্য অ্যান্টিজেন টেস্টের পথে হাঁটতে শুরু করল পুরসভা।

পুরমন্ত্রী তথা শহরের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিমের কথায়, “আলিপুর এলাকা বাদ গেলেও কনটেনমেন্ট জোনে বরো ৩-এ নতুন এলাকা ঢুকেছে। কিন্তু প্রতিটি জোনে সংক্রমণ রুখতে সবাইকে পুলিশি নিয়ম মানতে হবে।”

আরও পড়ুনঃ করোনা উপসর্গ থাকা ধৃতদের জন্য ‘আইসোলেশন লকআপ’-র পরিকল্পনা পুলিশের

কলকাতায় করোনা রোগী শনাক্তকরণে পুরসভার ৯ টি মোবাইল অ্যাম্বুল্যান্সে লালারস সংগ্রহকারের পাশাপাশি অ্যান্টিজেন টেস্টও চালানো হবে বলে এদিন জানিয়েছেন ফিরহাদ হাকিম। মুখ্যমন্ত্রীর ঘোষণা মেনে শহরের ১৪৪টি ওয়ার্ডেই ‘টেস্টিং, ট্রেসিং, ট্রিটমেন্ট’ মাধ্যমে দ্রুত রোগীকে চিহ্নিত করে আইসোলেশনে পাঠিয়ে সংক্রমণ রুখতে চাইছে পুরসভা।

আরও পড়ুনঃ লকডাউন-বৃষ্টির যুগলবন্দিতে শহরে সর্বত্র সবুজ নিয়ন্ত্রণরেখার নিচে বায়ু দূষণ

প্রশাসক অতীন ঘোষ জানিয়েছেন, “এবার যে অ্যান্টিজেন কিট আসছে, তা দিয়ে একটি প্লেটেই একসঙ্গে ১০ জনের পরীক্ষা হবে। যাঁদের নেগেটিভ হবে তাঁদের শরীরে উপসর্গ থাকলে দ্বিতীয় বার আরটিপিসিআর পদ্ধতিতে পরীক্ষা করে নিশ্চিত হতে হবে। আর পজিটিভ হলেই সরকারি নিয়মে ডাক্তারের পরামর্শ মেনে চিকিৎসা হবে। মানুষের মনোবল বাড়াতে কোভিডজয়ীদেরই এই কাজে লাগানো হবে।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here