তর্পণের আগেই ঘাট সাফ রাখছে কলকাতা পুরসভা

0
85

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

আর মাত্র একটা রাতের অপেক্ষা। তারপরই আগামীকাল বৃহস্পতিবার মহালয়া। এদিন ভোরে গঙ্গার ঘাটে ঘাটে হবে তর্পণ। সামাজিক দূরত্ব বিধি মেনেই যাতে তর্পণে শামিল হন আমজনতা, তা নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে প্রশাসন।

Mahalaya Tarpan | newsfront.co
ফাইল চিত্র

তার আগে ঘাটগুলিকে পরিস্কার করার কাজ শুরু করেছে কলকাতা পুরসভা। প্রতি বছরের মতো এবছরও আগেভাগেই ঘাটগুলি পরিস্কার করে দেওয়া হবে বলেই জানিয়েছেন কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম।

তিনি বলেন, “এটা একটা ধর্মীয় অনুষ্ঠান। তাই এই অনুষ্ঠান স্বাভাবিক নিয়মেই হবে। তবে সামাজিক দূরত্ব বজায় রাখতে কীভাবে কী করা যায়, সেটা দেখবে পুলিশ প্রশাসন”।

আরও পড়ুনঃ করোনা আবহে এবছর দক্ষিণেশ্বর মন্দিরের ঘাটে তর্পণ করা যাবে না

অন্যান্য বছরের মতো এ বছরও প্রতিটি ঘাটে মাইকিং চলবে। ভোর থেকেই শুরু হবে ঘোষণা। ঘাটে নিয়ম মানা হচ্ছে কি না, তা দেখতে মোতায়েন থাকবে পর্যাপ্ত পুলিশও। এছাড়াও প্রতিটা ঘাটে একটি করে শিবির করার পরিকল্পনা নেওয়া হয়েছে। সেই শিবির থেকে বিনামূল্যে স্যানিটাইজার দেওয়া হবে।

আরও পড়ুনঃ বাগবাজারে রাজনৈতিক উদ্দেশ্যে বাঁধা তর্পণ মঞ্চ খুলে দিল পুলিশ

তর্পণ উপলক্ষে সবচেয়ে বেশি ভিড় হয়ে থাকে যে যে ঘাটে, সেখানে বাড়তি লোক মোতায়েন রেখে সামাজিক দূরত্ববিধি বজায় রাখার পরিকল্পনা করেছে পুরসভা। তাই বাবুঘাট, নিমতলা ঘাট, জাজেস ঘাটের মতো ঘাটগুলিতে অন্যান্য বছরের তুলনায় দ্বিগুণ পুলিশ মোতায়েনের কথাও পুরসভার তরফে লালবাজারকে জানানো হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here