শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
করোনা মোকাবিলায় অ্যান্টিবডি টেস্টের জন্য নিজস্ব পরিকাঠামো গড়ে তুলতে চায় কলকাতা পুরসভা। আর আগামী তিন মাসের মধ্যেই পুরসভা এই বিষয়ে স্বাবলম্বী হতে উদ্যোগ নিয়েছে। ইতিমধ্যেই এই পরিকাঠামো গড়ে তোলার জন্য পুরসভার স্থান নির্বাচন ও ল্যাবরেটরির নকশা তৈরির সমীক্ষা চলছে। মঙ্গলবার এমনটাই জানিয়েছেন কলকাতা পুরসভার প্রশাসক মন্ডলীর স্বাস্থ্য বিভাগের সদস্য তথা বিদায়ী ডেপুটি মেয়র অতীন ঘোষ।
নভেল করোনা ভাইরাসের অ্যান্টিবডি ও সোয়াব টেস্ট করতে চাই কলকাতা পুরসভা। সেই কারণেই এবার নিজস্ব ল্যাবরেটরি ও পরিকাঠামো তৈরি করতে উদ্যোগী হয়েছে তারা। পুর কর্তৃপক্ষের কথা অনুযায়ী, আগামী তিন মাসের মধ্যে কলকাতা পুরসভা নিজস্ব পরিকাঠামো তৈরি করতে। ইতিমধ্যেই এই বিষয়ে আলোচনা চলছে ল্যাবরেটরি বিশেষজ্ঞদের সাথে।
এই প্রসঙ্গে এদিন অতীন বাবু জানান, ” কলকাতা পুরসভা নিজস্ব পরিকাঠামো গড়ে তুলতে চাইছে অ্যান্টিবডি টেস্টের জন্য। ইতিমধ্যেই এই নিয়ে কলকাতা পুরসভার স্থান নির্বাচন ও ল্যাবরেটরি ড্রইং ও ডিজাইন নিয়ে সমীক্ষা চলছে। পুরসভার স্বাস্থ্যবিভাগের তরফ থেকে প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান ফিরহাদ হাকিমের কাছে এ বিষয়ে প্রস্তাব পাঠানো হয়েছে।” পুরপ্রশাসকের তরফ থেকে অনুমোদন মিললেই তারপর অপেক্ষা শুধু আইসিএমআর ও রাজ্য সরকারের অনুমতির। সেই অনুমতি পাওয়া গেলে এবং সবকিছু ঠিক থাকলে আশা করা যাচ্ছে আগামী তিন মাসের মধ্যে পুরসভা নিজস্ব পরিকাঠামোতেই অ্যান্টিবডির পরীক্ষা শুরু করতে পারবে।
আরও পড়ুনঃ কলকাতার তৃতীয় করোনা হাসপাতাল জোকা ইএসআই
এদিকে, কলকাতাবাসীর শরীরে কতটা করোনা প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়েছে তা জানতে ইতিমধ্যেই অ্যান্টি বডি টেস্ট শুরু হয়েছে। মঙ্গলবারই কলকাতা পুরসভার ১৬টি বরোতে এই নমুনা সংগ্রহ করার কাজ শেষ হয়েছে বলে জানিয়েছেন বিদায়ী ডেপুটি মেয়র। অতীন বাবু আরও জানিয়েছেন, “এবারে জোন ভিত্তিক এন্টি বডি টেস্ট করা শুরু হবে। সমস্ত ওয়ার্ড থেকেই রিপোর্ট সংগ্রহ করা হয়েছে। শহর কলকাতার কোথায় কত হার্ড ইমিউনিটি রয়েছে সেই খোঁজ করতেই এই টেস্ট করানো হচ্ছে।” ভবিষ্যতে মাইক্রো প্ল্যানিং পদ্ধতির মাধ্যমে অ্যান্টিবায়োটিকের প্রক্রিয়া চালিয়ে যেতে চায় কলকাতা পুরসভা। আরো বেশি সংখ্যায় এই টেস্ট করার প্রয়োজনীয়তা অনুভব করেছে তারা।
আগামীকাল এই নিয়ে যে সকল ওয়ার্ড থেকে বেশি পরিমাণে করো না সংক্রমণের খবর মিলেছে সেই সমস্ত ওয়ার্ডের ভেক্টর কন্ট্রোল ইনচার্জ এবং মেডিকেল অফিসারদের সাথে ভিডিও কনফারেন্সে বসবেন অতীন ঘোষ। সেইখানে সংশ্লিষ্ট ওয়ার্ড সম্পর্কে কি কি সমস্যা রয়েছে তা জানতে চাওয়া হবে এবং সেই সমস্যা শুনে পরবর্তী পর্যায়ে মাইক্রো প্ল্যানিংয়ের ভিত্তিতে কাজ করা হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584