শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
শহরে করোনা আক্রান্তদের মধ্যে ৭৫ শতাংশ উপসর্গহীন। কিন্তু এদের চিহ্নিত না করা গেলে শহরে আরও দ্রুত হারে ছড়িয়ে পড়বে সংক্রমণ। তাই এবার পুরকর্মীদের হাতে ‘পালস অক্সিমিটার’ নামে এক বিশেষ যন্ত্রের সাহায্যে উপসর্গহীন করোনা আক্রান্ত-দের চিহ্নিতকরণ শুরু করল পুরসভা।
প্রসঙ্গত, এতদিন পর্যন্ত থার্মাল গানের সাহায্যে তাদের দেহের তাপমাত্রা মেপে কোভিড টেস্ট করতে পাঠানো হত। এবার কলকাতা পুরসভার কর্মীদের হাতে থার্মাল গানের পাশাপাশি দেওয়া হবে পালস অক্সিমিটারও। পালস অক্সিমিটার শরীরের বেশ কিছু বিষয় চিহ্নিত করবে।
আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রীর উদ্যোগের পর ধাপায় নতুন চুল্লি তৈরির কাজ শুরু করল পুরসভা
প্রসঙ্গত, করোনা আক্রান্ত হলে শরীরে অক্সিজেনের ঘাটতি কমে যায়। তবে অক্সিজেনের ঘাটতি কমে গেলেই সব সময় করোনা আক্রান্ত, এমন কথা বলা সম্ভব নয়, যদিও এখনকার পরিস্থিতিতে সেই সম্ভাবনাই বেশি। পুরভবনে পুর আধিকারিক ও চিকিৎসকদের সঙ্গে শহরে কোভিড পরিস্থিতি নিয়ে পর্যালোচনা বৈঠকের পর আলাপন বন্দ্যোপাধ্যায় জানান, এবার থেকে থার্মাল গানের পাশাপাশি পালস অক্সিমিটারও দিয়েও সাধারণ মানুষকে পরীক্ষা করবেন স্বাস্থ্য কর্মীরা।
আরও পড়ুনঃ আক্রান্ত হয়ে মৃত্যু প্রাক্তন গোয়েন্দা প্রধানের স্ত্রী, সংক্রামিত তিনিও
এর ফলে কোনো রুগীর কোভিড সংক্রমিত হওয়ার কতটা সম্ভাবনা আছে তার আন্দাজ পাওয়া যাবে। এর পাশাপাশি পুরসভা স্বাস্থ্য কর্মীদের মাধ্যমে বিনা পয়সায় শহরের গরীব মানুষদের বিভিন্ন রোগের ওষুধ ও প্রতিষেধক ওষুধও দেবে। এর ফলে শহরের প্রকৃত করোনা মানচিত্র পাওয়া সহজ হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584