করোনা রুখতে এবার ২৭ লক্ষ টাকার কামান কিনতে চলেছে কলকাতা পুরসভা

0
93

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

কথায় আছে মশা মারতে কামান দাগা! কিন্তু মশাবাহিত রোগ ডেঙ্গু থেকেও এখন করোনা মহামারী সবচেয়ে বেশি চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে সারাবিশ্বে। তাই করোনা রুখতে ২৭ লক্ষ টাকার বিশেষ কামান কিনতে চলেছে কলকাতা পুরসভা।

New machine | newsfront.co
সংবাদ চিত্র

প্রসঙ্গত কলকাতায় আক্রান্তের সংখ্যা প্রত্যেকদিন পাল্লা দিয়ে বাড়ছে। বাড়ছে কনটেনমেন্ট এলাকার সংখ্যাও। বিভিন্ন এলাকায় স্যানিটাইজ করতে হিমশিম খাচ্ছেন পুরকর্মীরা। সূত্রের খবর, একটি এলাকায় স্প্রে করার গাড়ি পাঠালে সেখানেই সময় লেগে যাচ্ছে অনেকক্ষণ। sanitization | newsfront.co

সংবাদ চিত্রতাই এবার কামানের টেকনোলজি কাজে লাগিয়ে ২৭ লক্ষ টাকা ব্যয়ে কেনা হয়েছে নতুন গাড়ি। যা কিনা কম সময়ে অনেকটা এলাকা জীবাণুনাশক ছড়াতে পারবে। তবে এই বিশাল আকৃতি গাড়ির জন্য চাই বড় জায়গা। ফুটপাত চওড়া রাস্তা, অফিস, বড় বিল্ডিং স্যানিটাইজ করবে কয়েক মুহূর্তের মধ্যে এই বিশেষ কামান গাড়ি।

আরও পড়ুনঃ গঙ্গার নিচে রেলপথ বসাতে অস্ট্রিয়া থেকে ইস্পাতের রেল আনল মেট্রো

জানা গিয়েছে, ৮০ মিটার দূর পর্যন্ত সোডিয়াম হাইপোক্লোরাইড মিশ্রিত তরল স্প্রে করতে পারে এই কামান। ৩৬০ ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরতেও পারে এই কামানটি। পিছনে একটি জেনারেটর ফিট করা রয়েছে। পিছনে রয়েছে জলের ট্যাঙ্কার, সামনে রয়েছে এই কামানের মুখ। সেখান থেকেই গোলার মতো এই তরল বেরোবে যা একসঙ্গে অনেকটা দূরত্ব পর্যন্ত ছোঁড়া যাবে। জানা গিয়েছে, শনিবার দুপুরে রাসমণি রোড এই কামান গাড়ি উদ্বোধন করবেন মেয়র তথা কলকাতার প্রশাসক ফিরহাদ হাকিম।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here