করোনা মৃতদেহ নিয়ে ব্যবসার অভিযোগ পেলে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি পুরসভার

0
48

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

বিপুল পরিমাণ কোভিড মৃতদেহ সামলাতে গিয়ে দুটি বেসরকারি সংস্থাকে দায়িত্ব দিয়েছিল কলকাতা পুরসভা। কিন্তু সুযোগের সদ্বব্যহার করে তারা সাধারণ মানুষকে লুঠ করছে বলে অভিযোগ এসেছে। যেখানে কলকাতা পুরসভা শববাহী গাড়ির ভাড়া–সহ যাবতীয় খরচ মিলিয়ে ৫ হাজার টাকার বেশি নেওয়া যাবে না বলা হয়েছিল, সেখানে ১০ থেকে ১২ হাজার টাকা নেওয়া হচ্ছে।

Kolkata Municipal Corporation | newsfront.co
ফাইল চিত্র

সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুর প্রশাসক মন্ডলীর সদস্য অতীন ঘোষ বলেন, ‘পুরসভায় অভিযোগ জমা পড়লে সংশ্লিষ্ট এজেন্সির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে।’

বস্তুত, কাজ আটকে যাওয়ার ভয়ে সরাসরি কেউ অভিযোগ না করলেও শহর জুড়ে একাধিক পরিবারের কাছ থেকে মৌখিক অভিযোগ পেয়েছে কলকাতা পুরসভা। বলা হয়েছে, সরাসরি পুরসভার হেল্পলাইনে ফোন করুন অভিযোগকারী। কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুনঃ আইনজীবী রজত দে হত্যা মামলায় দোষী সাব্যস্ত স্ত্রী, বুধবার সাজা ঘোষণা

প্রসঙ্গত, করোনা মৃতদেহ নিয়ে বিভিন্ন সমস্যা থাকায় পুরসভা একটি নির্দেশিকা জারি করে। ওই নির্দেশিকার স্পষ্ট লেখা রয়েছে, সৎকার কাজ করবে দুটি সংস্থা। তাদের সঙ্গে করোনায় মৃতের পরিবারের যোগাযোগের মাধ্যম হবে সংশ্লিষ্ট বেসরকারি হাসপাতাল।

আরও পড়ুনঃ করোনা আক্রান্ত দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া

কিন্তু প্রথম থেকেই এই নিয়ম কে হাতিয়ার করে বেনিয়ম করা হচ্ছে বলে বারবারই অভিযোগ উঠেছে। এমনকি এই নিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। কিন্তু আর এই নিয়ে বেনিয়ম বরদাস্ত করা হবে না বলে জানালেও কলকাতা পুরসভা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here