সাড়ে ৪ কোটি টাকা মূল্যে কালিকাপুর নয়া আন্ডারপাসের দরপত্র আহ্বান কেএমডিএ-র

0
63

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

শহরের রাস্তায় যত গতি বাড়ছে ততো মানুষের পারাপারের সুবিধার জন্য বিভিন্ন জায়গায় আন্ডারপাসের ব্যবস্থা করছে কেএমডিএ। ইতিমধ্যেই শহরের বিভিন্ন জায়গায় তৈরি হয়েছে একাধিক আন্ডারপাস। যদিও তাড়াতাড়ি রাস্তা পার করার জন্য সোজাসুজি রাস্তা ব্যবহার করেন সাধারণ মানুষ।

Kolkata Municipal corporation | newsfront.co
ফাইল চিত্র

বাইপাসের ওপরে কালিকাপুরে বেশ কয়েক মাস ধরে অতিরিক্ত পরিমাণে যানজট হওয়ায় এবার সেখানে আন্ডারপাস করার সিদ্ধান্ত নিল কেএমডিএ। তার জন্য ইতিমধ্যেই দরপত্র আহ্বান করা হয়েছে। ন্যূনতম মূল্য ধরা হয়েছে সাড়ে চার কোটি টাকা।

আরও পড়ুনঃ রাজ্যে উন্নয়নের খতিয়ান তুলে ধরতে পেশ হতে চলেছে তৃণমূল কংগ্রেস সরকারের রিপোর্ট কার্ড

কেএমডিএ -র তরফে এই দরপত্রে বলা হয়েছে ৪ কোটি ২৯ লাখ ৭০ হাজার ৮৮ টাকা খরচ ধরে ৬ মাসের মধ্যে সেটা তৈরি করতে হবে । কালিকাপুর মােড়ে একটি পরিত্যক্ত কালভার্ট রয়েছে। সেখানেই তৈরি হবে এই আন্ডারপাস।

আরও পড়ুনঃ বিজেপি কার্যালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি আন্দোলনরত কৃষকদের

আধিকারিকদের দাবি, এই আন্ডারপাস তৈরি হয়ে গেলে ওই এলাকায় যানজট কম হবে। ফলে দুর্ঘটনা কম হবে। আর যানজট কম হলে মানুষের গন্তব্যে পৌঁছতে অনেক সুবিধা হবে। তবে সাধারণ মানুষ তা করবেন কিনা, সে চিন্তা থাকছেই।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here