শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
কলকাতার ৪৮ টি সেতুর মধ্যে ৮ টি সেতুর অবস্থা শোচনীয় বিবেচনা করে আগামী মাস থেকেই সারাইয়ের পরিকল্পনা নিয়েছে কেএমডিএ। এবার তার মধ্যে বাঘাযতীন ও বিজন সেতু নির্মাণের কাজে মারাত্মক নিম্নমানের সামগ্রী ব্যবহার নিয়ে উঠেছে মারাত্মক অভিযোগ। সেই কারণে এবার সংশ্লিষ্ট উড়ালপুল নির্মাণ সংস্থাকে কালো তালিকাভুক্ত করল কেএমডিএ। এবার এই অভিযোগের ভিত্তিতে নিয়ম মাফিক ওই দুই সংস্থাকে শাস্তি দিতে চলেছে নবান্ন। শনিবার এমনটাই খবর মিলছে নবান্ন সূত্রে।
আগামী মাস থেকেই শহরের আটটি ব্যস্ততম সেতুর সংস্কার করার কাজ শুরু হবে বলে জানিয়েছেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। এরমধ্যে বাঘাযতীন সেতু এবং রুবি ও গড়িয়াহাট সংযোগকারী বিজন সেতুর অবস্থা সবথেকে খারাপ। মাঝেরহাট সেতু ভেঙে পড়ার পর শহরজুড়ে সেতু গুলির স্বাস্থ্য পরীক্ষার জন্য ইতিমধ্যেই কেএমডিএ’র বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ার অমিতাভ ঘোষাল নেতৃত্বে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে শহরের সেতু গুলির স্বাস্থ্য পরীক্ষার জন্য।
আরও পড়ুনঃ আগামী মাস থেকেই প্রথম ধাপে ৮ টি সেতু সংস্কারের কাজ শুরু করবে কেএমডিএঃ ফিরহাদ
সেই কমিটির রিপোর্টে বলা হয়েছে এই দুই সেতুর নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের কথা। এদিকে দেখা গিয়েছে, বিজন সেতুর ক্ষেত্রে নির্মাণকাজে ব্যবহৃত হয়েছে নিম্নমানের সামগ্রী। তাতেই সেতুটির আয়ু দীর্ঘস্থায়ী হবে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে,বাঘাযতীনে রেললাইনের উপরে ২০০০ ও ২০১০ সালে তৈরি দু’টি পৃথক ব্রিজের নির্মাণেই বড়মাপের গলদ রয়েছে। বাঘাযতীনের দুইটি ফ্লাইওভারের একটির বয়স হয়েছে ১০ বছর।অন্যটির বয়স ২০ বছর।
আরও পড়ুনঃ ওয়েস্ট বেঙ্গল হেলথ ইউনিভার্সিটির পরীক্ষা সাময়িকভাবে স্থগিত করার দাবি এবিভিপির
দুটি ফ্লাইওভারের অবস্থা-ই ভীষণ খারাপ। স্বাস্থ্য পরীক্ষায় দেখা গিয়েছে, এই দুটি ফ্লাইওভার নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি করা হয়েছিল। এমনকি নিম্নমানের জলও ব্যবহার করা হয়েছে। এদিন কমিটির রিপোর্ট হাতে পেয়েই নির্মাণকাজে যুক্ত ঠিকাদার সংস্থাকে কালো তালিকাভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। এবিষয়ে রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন, সেতু নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার করায়, এই সমস্ত বেসরকারি সংস্থাগুলির বিরুদ্ধে কেএমডিএ- নির্মাণ সংক্রান্ত আইনে ব্যবস্থা গ্রহণ করবে।
বিশেষজ্ঞ ওই কমিটির সঙ্গে রয়েছে দেশের একটি নামজাদা সমীক্ষক সংস্থাও। শহরের মোট ১১টি ব্রিজের ‘স্বাস্থ্য পরীক্ষা’ করে তারা। সেই রিপোর্টেই ব্রিজ নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার করার উল্লেখ করেছে বিশেষজ্ঞ কমিটি। তার পরেই এই নির্মাণ সংস্থাকে কালো তালিকাভুক্ত করে শাস্তির সুপারিশ করেছে কেএমডিএ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584