দক্ষিণ কলকাতায় ছট পুজোর কৃত্রিম জলাশয় তৈরির কাজ আটকে দিল কেএমডিএ

0
89

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

আগের বছরে যা যা করেছিলেন কেএমডিএ আধিকারিকরা, এবার যেন পুরোটাই উল্টো করছেন। আগেরবার দক্ষিণ কলকাতার ১১ টি ঘাট প্রস্তুত করা হয়েছিল ছট পূজার জন্য।

Chhat Puja | newsfront.co
প্রতীকী চিত্র

আর এবার কেএমডিয়ের হস্তক্ষেপেই আটকে গেল দক্ষিণ কলকাতার বিবেকানন্দ পার্কে ছট পুজোর কৃত্রিম জলাশয় তৈরির কাজ। সোমবার বিষয়টি নিয়ে এক প্রস্থ বৈঠকে বসেন কেএমডিএ কর্তারা। তারপরেই বন্ধ করে দেওয়া হয় জলাশয় তৈরির কাজ।

আরও পড়ুনঃ দিল্লিতে তিনগুণ হারে বাড়ছে সংক্রমণ, বাংলায় বাড়ছে মৃতের সংখ্যা

আগামী ২০ নভেম্বর ছট পুজো। রবীন্দ্র সরোবরে ওই পুজোর আইনি অনুমতি না পেয়ে ওই পার্কে অস্থায়ী জলাশয় তৈরি করে ছট পুজোর পরিকল্পনা করা হয়েছিল। পুজোর উদ্যোক্তারা এ ব্যাপারে প্রাথমিক কথা বলেন পার্কের তদারকির দায়িত্বে থাকা কেএমডিএ কর্তৃপক্ষের কাছে।

আরও পড়ুনঃ রোগীকে ভেন্টিলেশনে রেখে বিল হল ১০ লক্ষ! মেডিকা-র বিরুদ্ধে অভিযোগ দায়ের স্বাস্থ্য কমিশনে

কিন্তু কেএমডিএ’র লিখিত অনুমতি ছাড়াই শুরু হয় জলাশয় তৈরির কাজ। পার্কের আয়তন ১৪৫০ কাঠা ( ২৪ একর )। সেখানে প্রায় ৮০০ বর্গফুটের জলাশয় খোঁড়া হচ্ছিল। সেই কাজই এবার আটকে দিল কেএমডিএ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here