কলকাতার সব উড়ালপুলের ওপর থেকে ট্রাম লাইন তুলে দেওয়ার সিদ্ধান্ত কেএমডিএ-র

0
85

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

আয়ু বাড়াতে রাজ্যের সব উড়ালপুল থেকে ট্রাম লাইন তুলে ফেলার সিদ্ধান্ত নিল কেএমডিএ। লকডাউনে রাস্তাঘাটে এখন গাড়ির সংখ্যা কম থাকলেও কলকাতার রাস্তায় ইতিমধ্যেই বিপুল পরিমাণে গাড়ি বৃদ্ধি হয়েছে। তুলনায় উড়ালপুল রক্ষণাবেক্ষণ করতে গিয়ে পর পর পিচের আস্তরণের জেরে দুর্বল হয়েছে সেতু। একই সঙ্গে কলকাতার ঐতিহ্য ট্রামলাইনের জেরে উড়ালপুলের ভার আরও বৃদ্ধি পেয়েছে। তাই আয়ু বৃদ্ধির লক্ষ্যে সব উড়ালপুল থেকেই এবার ট্রামলাইন চিরতরে বিদায় দেওয়ার কথা ঘোষনা করল কেএমডিএ।

Tram line | newsfront.co
ফাইল চিত্র

প্রসঙ্গত, বেশ কিছু উড়ালপুল মেরামতি করতে গিয়ে সেতুর ভার কমাতে ইতিমধ্যেই পুরনো পিচের আস্তরণ বাদ দেওয়ার কথা ঘোষণা করেছিল কেএমডিএ। এবার ট্রামলাইন তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল। এখন কালীঘাট ব্রিজ, শিয়ালদা উড়ালপুল , অরবিন্দ সেতুতে ট্রাম লাইন আছে, যা তুলে ফেলা হবে।

আরও পড়ুনঃ পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

বেলগাছিয়া ব্রিজ থেকে ইতিমধ্যেই ট্রাম লাইন তোলার কাজ শুরু হয়ে গেছে। আর রাজ্যে নতুন করে তৈরি হওয়া উড়ালপুলগুলিতে আর ট্রামলাইন বসবে না। টালা ব্রিজ, মাঝেরহাট উড়ালপুলে ট্রাম লাইন ছিল। দুটিই নতুন করে তৈরি হচ্ছে। এই দুটিতেই আর ট্রামলাইন বসবে না। তার জন্য কিছু ক্ষেত্রে ট্রাম রুটে কাটছাঁট করাা হবে।

আরও পড়ুনঃ সেটের ফল প্রকাশ করল কলেজ সার্ভিস কমিশন

কিছু রুটে ট্রাম চলাচল আগামী দিনে সম্পূর্ণ ভাবে বন্ধ হয়ে যেতে চলেছে। তার মধ্যে যেমন থাকবে বেহালা এলাকা তেমনি থাকবে কাঁকুড়গাছি ও উল্টোডাঙা এলাকাও। থাকছে বেলগাছিয়া ও কাশীপুর এলাকাও। এর জেরে আগামী দিনে শুধুমাত্র বালিগঞ্জ, টালিগঞ্জ, কালিঘাট ও শ্যামবাজার, হাতিবাগান, পার্কসার্কাস, মৌলালী ও ধর্মতলা এলাকাতেই ট্রামের দেখা মিলবে। আধুনিকতার সঙ্গে দৌড়ে এভাবেই প্রথম বার পিছিয়ে পড়ল শহরের ঐতিহ্য ট্রাম।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here