শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
শহরের ১৫ টি সেতুর পরিস্থিতি যথেষ্ট খারাপ আর তার মধ্যে ৮ টি সেতুর অবিলম্বে মেরামতি প্রয়োজন।কলকাতা শহরের ৪৮ টি ব্রিজ খতিয়ে দেখে এমনটাই রিপোর্ট দিয়েছে কেএমডিএ এক্সপার্ট কমিটি। তাই এবার পুর ও নগরোয়ন্নয়ন মন্ত্রী তথা কেএমডিএ চেয়ারম্যান ঘোষণা করলেন, সব ঠিক থাকলে আগামী মাস থেকেই প্রথম ধাপে শুরু হবে শহরের ৮ টি সেতুর সংস্কারের কাজ।
মূলত চিংড়িঘাটা, শিয়ালদহ, বাঘাযতীন, কালীঘাট, বিজন সেতু, উল্টোডাঙ্গা, টালিগঞ্জ ব্রিজ ও অরবিন্দ সেতুর রক্ষণাবেক্ষণের কাজ শুরু হবে সামনের মাস থেকেই। এদিকে, আগামী দিনে চিংড়িঘাটায় নতুন উড়ালপুল হবে নিউটাউন পর্যন্ত। কিন্তু সেই ফ্লাইওভারের ডিপিআর তৈরি হয়ে কাজ শুরু হতে আরও দু’বছর লাগবে।
আপাতত মেরামত করে ফিট সার্টিফিকেট নিয়ে পুরনো উড়ালপুলে গাড়ি চলবে বলে জানিয়েছেন পুরমন্ত্রী। এই বিষয়ে ফিরহাদ হাকিম বলেন, ‘শিয়ালদহ, বিজন সেতু-সহ পাঁচটি ব্রিজ সামান্য মেরামতি করলেই আপাতত কোনও ঝুঁকি থাকবে না।’
আরও পড়ুনঃ শহরে চালু হল ‘কোভিড কেয়ার নেটওয়ার্ক’
তিনি আরও বলেন, ‘কালীঘাট ব্রিজটি প্রায় ৫০ বছরের বেশি পুরোনো। সেটির খোলনলচে কিছুটা বদলে দিয়ে মেরামতি করবেন ইঞ্জিনিয়াররা। চিংড়িঘাটাতেও দু’টি বাঁকে সামান্য ত্রুটি রয়েছে। সেই ত্রুটি বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ার দিয়ে কিভাবে মেরামত করা হবে, তা নিয়ে বৈঠকে বিস্তারিত কথা হয়েছে।’ বাঘাযতীনে রেললাইনের ওপরে পিলারে বড়মাপের গলদ রয়েছে। কিন্তু রেললাইনের ওপরের ব্যস্ততম উড়ালপুল না ভেঙে একাধিক নতুন পিলার দিয়ে কার্যত নতুন চেহারা দেওয়া হবে বলে জানান ফিরহাদ হাকিম।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584