নিজস্ব সংবাদদাতা,বাঁকুড়াঃ
সকালে পাথর ভাঙ্গার কাজ আর বিকেল বেলায় স্বপ্ন খোঁজার লড়াই।সবুজ মাঠে কঠোর অনুশীলন চলছে বাঁকুড়া জেলার রানীবাঁধের রুদড়া গ্রামের কবিতা মাঝির। এখন তার সামনে একটাই লক্ষ্য ভারতীয় জাতীয় ফুটবল দলের অধিনায়িকা হবার। পাথর ভাঙ্গার কাজ করেই দিন গুজরান ঘরেতে অনেক অভাব তবু স্বপ্ন ফুটবলারের সেই টানেই ভর্তি হয়ে যায় বাঁকুড়ার রুদড়া গ্রামের প্রসুন নারায়ণ দেবের ফ্রি ফুটবল কোচিং ক্যাম্পে।তারপর একের পর এক সাফল্য জঙ্গলমহল কাপ,কলকাতা লিগ ও ভিন রাজ্যে ও নাম ছড়িয়েছে এই ফুটবলারের।কবিতার কথায়,খুব ভালো করে খেলবো এবং ভারতের জাতীয় ফুটবল দলের অধিনায়িকা হবো । কবিতা এখন বাঁকুড়া অনুর্ধ ১৭ মহিলা দলের অধিনায়ক।কবিতার সাফল্যে খুশি তার মা সুমিত্রা মাঝির কথায় সরকার যদি সাহায্যের হাত বাড়িয়ে দেয় তাহলে ভালো হয়। কবিতাকে নিয়ে অনেক স্বপ্ন তার কোচ প্রসুন নারায়ণ দেবের।তার কথায় কবিতার ভারতীয় জাতীয় ফুটবল দলের হয়ে খেলার সব গুনিই রয়েছে।একদিন ঠিকই ভারতীয় জাতীয় ফুটবল দলে খেলবে । তাই আমরা সবাই বাঁকুড়াবাসী হয়ে এই ছোট্ট বোনটার জন্য সাফল্য কামনা করবো ওর স্বপ্ন পূরণ হোক।কে বলবে ও হয়তো ভারতীয় মহিলা ফুটবল দলে খেলবে।
আরও পড়ুন: কেক নিয়ে কাড়াকাড়ি গোপীবল্লভপুরে
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584