নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
পদ থেকে সরে দাঁড়ালেন কোডিয়ারি বালাকৃষ্ণণ। সিপিএমের কেরালার রাজ্য সম্পাদক পদ থেকে পদত্যাগ করলেন বালাকৃষ্ণণ। শারীরিক অসুস্থার কারণেই এই পদত্যাগ। দলের তরফে এমনটাই জানানো হয়েছে।
আপাতত এলডিএফ-এর আহ্বায়ক এ বিজয়রাঘবনকে দল পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে। সামনেই কেরালায় বেশ কয়েকটি পুরসভা, পঞ্চায়েত নির্বাচন রয়েছে। তার আগে কোডিয়ারি বালাকৃষ্ণণের এই পদত্যাগ কেরালা সিপিএমের চিন্তা বাড়াল বলেই মনে করা হচ্ছে।
আরও পড়ুনঃ রোজভ্যালিকাণ্ডে গৌতম কুণ্ডুর ৩টি ফ্ল্যাট খালি করার নোটিস ইডি-র
কোডিয়ারি বালাকৃষ্ণণের পদত্যাগের পর এক বিবৃতিতে দল জানিয়েছে, চিকিৎসার জন্য পদ থেকে অব্যাহতি চেয়েছিলেন বালাকৃষ্ণণ। রাজ্য সম্পাদকমণ্ডলী তাঁর সেই দাবিতে সিলমোহর দিয়েছে। অগ্নাশয়ের ক্যানসারে আক্রান্ত হয়েছেন কোডিয়ারি। এক বছর আগে চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার কথা হয়েছিল তাঁর।
আরও পড়ুনঃ বিহারের ভোটাররা ৭ লাখেরও বেশি ভোট দিয়েছে ‘নোটা’য়
কিন্তু, সেই সময় পদত্যাগ করতে চাননি তিনি। দলীয় চাপ, নাকি ব্যক্তিগত কারণ, ঠিক কী কারণে রাজ্য সম্পাদকের পদ থেকে সরে দাঁড়ালেন বালাকৃষ্ণণ? ইতিমধ্যেই তা নিয়ে শুরু হয়েছে বিতর্ক।
চলতি সপ্তাহের শুরুতেই বেঙ্গালুরু থেকে অবৈধ মাদক কারবারে যুক্ত থাকার অভিযোগে কোডিয়ারি বালাকৃষ্ণণের ছোট ছেলে বীনেশ কোডিয়ারিকে গ্রেপ্তার করে ইডি। ২৫ নভেম্বর পর্যন্ত বীনেশের হেফাজতের নির্দেশ হয়েছে। তারপরই পদ ছাড়ার সিদ্ধান্ত নেন কোডিয়ারি বালাকৃষ্ণণের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584