নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
গত দুইদিনের বৃষ্টিপাতের ফলে কার্যত জলমগ্ন হয়ে গিয়েছে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের বিবেকানন্দ পল্লী সহ একাংশ এলাকা। জলে থৈথৈ গোটা গ্রাম, রাস্তাঘাট। বাড়ির মধ্যে প্রবেশ করেছে বৃষ্টির জল, ফলে দুর্ভোগ দেখা দিয়েছে গোটা এলাকাবাসীর মধ্যে।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে অতি বৃষ্টিপাতের ফলে শিলাবতী নদীর জল বেড়ে যাওয়ায় চরম দুর্ভোগের মধ্যে পড়েছে কোলাঘাট ব্লকের একাংশ। ইতিমধ্যেই তৎপর হয়ে গিয়েছে ব্লক প্রশাসন, সন্ধ্যা নামতেই শুরু হয়েছে এলাকার মানুষের সুবিধার্থে বৃষ্টির জল সরানোর প্রক্রিয়া।
আরও পড়ুনঃ লকডাউন অমান্যকারী ১৮৩ জনকে গ্রেফতার, পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের
আরও পড়ুনঃ ৪৮ ঘণ্টাতেই জমি-বাড়ির ই-রেজিস্ট্রি, আয় বাড়াতে নয়া নীতি নবান্নের
কোলাঘাটের বিডিও মদন মোহন মন্ডল জানান, “আমরা ইতিমধ্যেই এলাকাবাসীর সুরক্ষার্থে জল নামানোর কাজ শুরু করেছি। পাশাপাশি এলাকাকে সুরক্ষিত রাখার জন্য নানান প্রক্রিয়াও শুরু করে ফেলেছি।
তারই সাথে এলাকার যে সমস্ত মাটির বাড়ি থেকে শুরু করে আশঙ্কাজনক বাড়িঘর গুলি রয়েছে, সেইসব পরিবারগুলির মানুষজনকে অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য নানান পরিকল্পনা গ্রহণ করেছি আমরা।” এক কথায় বলা যেতে পারে অতি ভারী বৃষ্টিপাতের ফলে বন্যার আশঙ্কায় তৎপর হয়েছে ব্লক প্রশাসন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584