করোনা নিয়ে সচেতনতার প্রচার কোলাঘাটে

0
53

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ

সারা রাজ্যের পাশাপাশি প্রত্যেক জেলাতেই পাল্লা দিয়ে বাড়ছে মহামারী করোনা আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে রাজ্য প্রশাসন থেকে শুরু করে ব্লক প্রশাসনের উদ্যোগে নেওয়া হচ্ছে নানান কর্মসূচি। পাশাপাশি এলাকার মানুষকে সচেতন করা হচ্ছে এই ভাইরাসের প্রতি।

snatize | newsfront.co
নিজস্ব চিত্র

পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের বরিশা এলাকায় কয়েক দিন আগে এক ব্যক্তির করোনা পজিটিভ ধরা পড়ায় যথেষ্ট আতঙ্কিত হয়ে পড়েছে গোটা এলাকা।

villager | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ জেলা পরিষদ ভবনে করোনা রোগী,স্যানিটাইজ করা হল এলাকা

শনিবার কোলাঘাট পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে ও কোভিড ১৯ ক্লাবের পক্ষ থেকে এলাকায় স্যানিটাইজারের মাধ্যমে জীবাণুমুক্ত প্রক্রিয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি এই মহামারী ভাইরাসের প্রতি সচেতনতা হিসাবে বাড়ি বাড়ি গিয়ে প্রচারকার্য চালাচ্ছে ব্লক প্রশাসন থেকে শুরু করে এই ক্লাব সংগঠন।

এদিন কোলাঘাট পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি রাজকুমার কুন্ডু বলেন, “এই মহামারী ভাইরাসের ফলে যথেষ্ট আতঙ্কিত রয়েছে সাধারণ মানুষ। সেই আতঙ্ককে দূর করার লক্ষ্যেই আমাদের এই প্রচেষ্টা।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here