সবুজায়নের লক্ষ্যে বর্ষব্যাপী বৃক্ষ রোপণের সূচনা

0
36

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ

বাংলায় করোনা আবহেই ২ সপ্তাহ আগে ভয়ংকর ঘুর্ণিঝড় আমপানের তাণ্ডবে জনজীবন বিপর্যস্ত। সমূলে উৎপাটিত হয়েছে লক্ষ লক্ষ গাছ। যেন উপড়ে পড়া সারি সারি সবুজের শবদেহ।

tree planting | newsfront.co
নিজস্ব চিত্র

যা দুষনমুক্ত সুস্থ পরিবেশ ও ভারসাম্য বিঘ্নিত হওয়ার অশনি সংকেত। নতুন করে সবুজায়নের জন্য পরিবেশ দিবসকে সামনে রেখে বর্ষব‍্যাপী কর্মসূচির সূচনা করল বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের সংকেত ক্লাব।

আরও পড়ুনঃ করোনা মোকাবেলায় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল আর্থিক সাহায্য পঞ্চায়েত সমিতির

এদিন রূপনারায়নে পাড়ে পরিণত বয়সের দশটি বৃক্ষের শরীরে নতুন বস্ত্র ও উত্তরীয় জড়িয়ে, রজনীফুলের মালা চন্দনের ফোঁটা পরিয়ে দেওয়া হয়। নৈবেদ্য হিসাবে থালায় সাজিয়ে দেওয়া হয় খোল, শিংকুচা, জৈব সারের মত গাছের খাদ্য। লকডাউনের বিধিনিষেধ মেনে ছেলে মেয়েরা সংগীত নৃত্য ও আবৃত্তিতে অংশ নেন।
এরপর ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত গৌরাঙ্গ ঘাটে আম-জাম-পাকুড় ও ছাতিম গাছের দশটি চারা রোপণ করা হয়।

সংস্থার পক্ষে শান্তনু সরকার জানিয়েছেন , ‘আগামী এক বছরে সংস্থার উদ্যোগে এলাকার বিভিন্ন স্থানে অন্ততঃ পাঁচশোটি বৃক্ষরোপণ করা হবে। সেইসাথে প্লাস্টিক ক‍্যারিব‍্যাগ বর্জন, যত্রতত্র আবর্জনা না ফেলা এবং জন্মভূমীকে সবুজে ভরিয়ে দেওয়ার প্রচার সংগঠিত করা হবে।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here